দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আজ বি টাউনের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড তৈমুর আলি খানের জন্মদিন।দেখতে দেখতে ৪-এ পা দিলেন পাতৌদি পরিবারের এই ছোট্ট সদস্য।ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ফটো এবং ভিডিও পোস্ট করেছেন তৈমুরের মা তথা বলিউড ডিভা করিনা কাপুর খান।ভিডিওটিতে তৈমুরের সাথে সইফ আলি খান এবং নিজের বেশ কিছু মূল্যবান মুহূর্তের ফটো দিয়ে কোলাজ বানিয়েছেন করিনা। সেইসাথে লিখেছেন হৃদয়স্পর্শী একটি পোস্ট।সেইসাথে দিয়েছেন কিছু উপদেশ।


পোস্টে করিনা লিখেছেন “আমার বাচ্চা … মাত্র চার বছর বয়সেই তোমার দৃঢ় সংকল্প, ডেডিকেশন এবং কাজের প্রতি তোমার মনোযোগ দেখে আমি খুশি।এখন সে খড় নিয়ে তুলে গরুকে খাওয়াচ্ছে।আমার পরিশ্রমী ছেলে ঈশ্বর তোমার মঙ্গল করুন।কিন্তু সেই সাথে জীবনে চলার পথে,কখনও বরফের স্বাদ নিতে তো কখনও ফুল কুড়াতে কিংবা লাফালাফি করতে অথবা গাছ উঠতে এবং অবশ্যই তোমার সমস্ত কেক খেতে ভুলো না। তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ হোক এবং সর্বোপরি সেটাই কোরো যেটা তোমার মুখে হাঁসি ফোটাবে”শেষে কারিনা লিখেছেন,”কেউ তোমাকে তোমার আম্মার চেয়ে বেশি ভালবাসতে পারবে না। শুভ জন্মদিনের আমার ছেলে… আমার টিম।
তবে শুধু করিনা নন আদরের তৈমুর কে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর পিসি সোহা আলী খানও। মেয়ে ইন্যায়া নওমি খেমুর সাথে তৈমুরের একটি সুপার কিউট ফটো শেয়ার করে সোহা লিখেছেন “শুভ জন্মদিন টিম টিম, আমার বড়ো ভাই আজ চার বছরের এবং সবসময়ের জন্য।
তৈমুর কে শুভেচ্ছা জানিয়েছেন মাসি করিশমা কাপুরও। তিনি তৈমুরের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে লিখেছেন “আমার জান তৈমুরের জন্য চুমু।শুভ জন্মদিন। আমরা তোমাকে অনেক ভালোবাসি।”