দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:এবার হবু মায়েদের জন্য বই লিখতে কলম ধরলেন বলিউড ডিভা করিনা কাপুর খান।আজ ছোট্ট তৈমুরের ৪ বছরের জন্মদিন। তাই আজকের স্পেশাল দিনটিকে আরও বেশি স্পেশাল করে তুরে তুলতে নিজের প্রথম বইয়ের কভার প্রকাশ করলেন বেবো। বইটির নাম ‘করিনা কপূর’স প্রেগন্যান্সি বাইবেল।’
উল্লেখ্য আগামী বছর মার্চ মাসেই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন করিনা।তার আগে আজ প্রথম মা হওয়ার জন্মদিনে ইনস্টাগ্রামে নিজের প্রথম বইয়ের কভার শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “হবু মায়েদের জন্য লেখা আমার প্রথম বই ‘করিনা কপূর’স প্রেগন্যান্সি বাইবেল’ ঘোষণা করার জন্য আজকের থেকে ভালো দিন আর হতে পারে না। এই বইতে আমি মর্নিং সিকনেস থেকে শুরু করে হবু মায়েদের ডায়েট, এবং ফিটনেস, সব কিছু নিয়েই কথা বলব। বইটি আপনাদের পড়ার অপেক্ষায় আছি। ২০২১ সালে প্রকাশিত হবে বইটি। প্রকাশনার দায়িত্বে রয়েছে জাগারনাট বুকস।”
আরো পড়ুন:টালিগঞ্জে ফের করোনা’র থাবা, এবার পজিটিভ আবীর চট্টোপাধ্যায়
এছাড়াও এদিন করিনা জানান “আমি বিশ্বাস করি গর্ভাবস্থা একটি প্রাকৃতিক প্রক্রিয়া।এই সময়ে হবু মায়েদের সুস্থ থাকা এবং আনন্দে থাকা প্রয়োজন। এইসময় যতটা সম্ভব নিজেকে সক্রিয় রাখা দরকার। বইটিতে আমি আপনাদের জানাব যে আমি কীভাবে আমার নিজের গর্ভাবস্থা সামলেছি।এছাড়া আপনাদের সুখী হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য দেব। এই বই পড়ে হবু মায়েরা নিজেদের গর্ভাবস্থার সঙ্গে মিল পেতে পারেন।এটা আমার খুব ভাল লেগেছে। যাঁরা মা হতে চলেছেন, তাঁদের এই বইটা দিশা দেখাবে বলে আমার বিশ্বাস।”


বইটি সম্পর্কে প্রকাশক জুগারনাটের তরফে চিকি সরকার জানিয়েছেন, “করিনা কপূর খান আমাদের দেশের মধ্যে অন্যতম সেলিব্রেটি যিনি শুধুমাত্র অভিনয় বা ব়্যাম্পে হাঁটা নয়, তার বাইরে বেরিয়ে খুব সাধারণ ভাবে মাতৃত্বকে গ্রহণ করেছেন । এই বইটা প্রকাশ করতে পেরে আমাদের ভাল লাগছে।”