দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:এবার করোনা আক্রান্ত হলেন ‘বাংলার ব্যোমকেশ’ তথা জনপ্রিয় টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর একথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন আবীর। তবে জানা গেছে অভিনেতার মধ্যে তেমন কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ নেই। বর্তমানে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন।
আরো পড়ুন:বিজেপি তে যোগ দিয়েই ‘তোলাবাজ ভাইপো’ উল্লেখ করে তৃণমূলকে দুর্নীতিবাজ দল বলে কটাক্ষ শুভেন্দুর!
একটি দীর্ঘ পোস্টে আবীর লিখেছেন ”ফের একবার প্রমাণিত হল, জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম, তাঁরা সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই কাজ করছিলেন। আমি এবং আমার টিমও সবকিছু মেনে চলেছে, কিন্তু তারপরেও আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।এসব সত্ত্বেও অদ্ভুত ভাবে আমি ফিট আছি, সুস্থ আছি। শুধু কোনওকিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। আমি নিজেকে সম্পূর্ণ আইসোলেশনে রেখেছি। পরিবারের সকলেই শীঘ্রই টেস্ট করাবেন। শুধু প্রার্থনা করছি, ওঁরা যেন সুস্থ থাকেন। এই কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি যেন তাঁরাও কোভিড টেস্ট করে নেন। এটা তাঁদের সুরক্ষার কারণেই করা উচিত। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”


খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর অনুরাগী এবং সহকর্মীরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন। উল্লেখ্য বর্তমানে বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ – এর সঞ্চালনা করছেন আবীর। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন এই শোয়ের ৪ বিচারক মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, আকৃতি কক্কর এবং মিকা সিং। সেই সময়ে করোনা মুক্ত ছিলেন আবীর। তাঁরা সুস্থ হওয়ার পর সমস্ত প্রটোকল মেনে শ্যুটিং হলেও করোনার থাবা থেকে রক্ষা পেলেন না শো-য়ের সঞ্চালক আবীর।