দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সুশান্ত সিং রাজপুত মামলার মাদক চক্রে অর্জুন রামপালকে ফের সমন করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এবারেও অভিনেতা দীর্ঘক্ষন ধরে জেরা করা হয়। খবর, নিষিদ্ধ ঔষধি গ্রহনের যে প্রেসক্রিপশন দেখিয়েছিলেন অভিনেতা তা আদতে সত্য নয়। সন্দেহের দানা বেধেছে রামপালের বয়ানে। গ্রেপ্তারি সম্ভাবনা রয়েছে অভিনেতার। এমনটাই জানা যাচ্ছে।
গত ১৩ ই নভেম্বর রামপালকে জেরা করে এনসিবি। প্রায় সাত ঘন্টার জন্য জেরা করা হয়েছিল অভিনেতাকে। পাশাপাশি অভিনেতার বান্ধবী গ্যাব্রিয়েলাকেও জেরা করা হয়। গ্যাব্রিয়েলার ভাইকে গ্রেপ্তার করে এনসিবি। সেই সময় কিছু নিষিদ্ধ মাদক জাতীয় ঔষধী মেলে রাভপালের বাড়ি থেকে। অভিনেতা জানান চিকিৎসকের পরামর্শেই তিনি ঐ সমস্ত ওষুধ গ্রহণ করতেন। তারপরে ফের গতকাল সোমবার জেরার জন্য ডাকা হয় অভিনেতাকে। প্রায় ছয় ঘন্টা ধরে জেরা করা হয় অভিনেতাকে। রামপালের দেওয়া চিকিৎসকে প্রেসক্রিপশনে অসংগতি ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। এনসিবির এক আধিকারিক আগেই জানিয়েছিলেন, “অর্জুন রামপালের বয়ানে অসামঞ্জস্য রয়েছে। ফের জেরা করা হতে পারে অভিনেতাকে।”
সূত্রের খবর, অর্জুনের ফোন থেকে কিছু ম্যাষেজ ও ফোন কলস পাওয়া গিয়েছে। পাশাপাশি অভিনেতার সন্দেহজনক ডাক্তারি কাগজপত্রের জন্য গ্রেপ্তারির সম্ভানাও অনেকাংশে বেড়েছে।
আরও পড়ুন:‘অন্তিম’ থেকে শুরু করা যাক’, সলমনের নতুন লুক
সম্প্রতি মাদক চক্রে কৌতুক শিল্পী ভারতী ও হর্ষ লিম্বচিয়াকে আবার জেরা করে এনসিবি। খবর, ভারতী কিংবা রামপাল কেউই ক্লিনচীট পান নি। ফের ডাকা হতে পারে এই মহারথীদের।