দ্য ক্যালকাটা মিরর:আবীর চট্টোপাধ্যায় একা নন করোনার কবলে তাঁর গোটা পরিবার। উল্লেখ্য রবিবারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে আবীরের। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পাশাপাশি আবীর জানিয়েছিলেন তাঁর পরিবারের সকল সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে। এরপরেই গতকাল রাতে তাঁর বাবা তথা প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী চট্টোপাধ্যায় ফেসবুক ওয়ালে লিখেছেন ‘একাডেমিতে ২২/১২-র ”পুনরায় রুবী রায়” শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারনে।’জানা গেছে আপতত আইসোলেশনে রয়েছেন গোটা চট্টোপাধ্যায় পরিবার।
আরো পড়ুন:টালিগঞ্জে ফের করোনা’র থাবা, এবার পজিটিভ আবীর চট্টোপাধ্যায়
প্রসঙ্গত উল্লেখ্য রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আবীর জানান তাঁর মধ্যে তেমন কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ না থাকলেও বর্তমানে তিনি সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন।


একটি দীর্ঘ পোস্টে আবীর লিখেছিলেন ”ফের একবার প্রমাণিত হল, জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম, তাঁরা সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই কাজ করছিলেন। আমি এবং আমার টিমও সবকিছু মেনে চলেছি, কিন্তু তারপরেও আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এসব সত্ত্বেও অদ্ভুত ভাবে আমি ফিট আছি, সুস্থ আছি। শুধু কোনওকিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। আমি নিজেকে সম্পূর্ণ আইসোলেশনে রেখেছি। পরিবারের সকলেই শীঘ্রই টেস্ট করাবেন। শুধু প্রার্থনা করছি, ওঁরা যেন সুস্থ থাকেন। এই কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি যেন তাঁরাও কোভিড টেস্ট করে নেন। এটা তাঁদের সুরক্ষার কারণেই করা উচিত। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”


খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর অনুরাগী এবং সহকর্মীরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রিয়াঙ্কা সরকার, বিক্রম চট্টোপাধ্যায় এবং পার্ণো মিত্র সহ আরো অনেকে।