25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    করোনা আক্রান্ত হয়ে এবার আইসোলেশনে আবীর চট্টোপাধ্যায়ের গোটা পরিবার

    দ্য ক্যালকাটা মিরর:আবীর চট্টোপাধ্যায় একা নন করোনার কবলে তাঁর গোটা পরিবার। উল্লেখ্য রবিবারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে আবীরের। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পাশাপাশি আবীর জানিয়েছিলেন তাঁর পরিবারের সকল সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে। এরপরেই গতকাল রাতে তাঁর বাবা তথা প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী চট্টোপাধ্যায় ফেসবুক ওয়ালে লিখেছেন ‘একাডেমিতে ২২/১২-র ”পুনরায় রুবী রায়” শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারনে।’জানা গেছে আপতত আইসোলেশনে রয়েছেন গোটা চট্টোপাধ্যায় পরিবার। 

    আরো পড়ুন:টালিগঞ্জে ফের করোনা’র থাবা, এবার পজিটিভ আবীর চট্টোপাধ্যায়

    প্রসঙ্গত উল্লেখ্য রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আবীর জানান তাঁর মধ্যে তেমন কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ না থাকলেও বর্তমানে তিনি সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন।

    একটি দীর্ঘ পোস্টে আবীর লিখেছিলেন ”ফের একবার প্রমাণিত হল, জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম, তাঁরা সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই কাজ করছিলেন। আমি এবং আমার টিমও সবকিছু মেনে চলেছি, কিন্তু তারপরেও আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এসব সত্ত্বেও অদ্ভুত ভাবে আমি ফিট আছি, সুস্থ আছি। শুধু কোনওকিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। আমি নিজেকে সম্পূর্ণ আইসোলেশনে রেখেছি। পরিবারের সকলেই শীঘ্রই টেস্ট করাবেন। শুধু প্রার্থনা করছি, ওঁরা যেন সুস্থ থাকেন। এই কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি যেন তাঁরাও কোভিড টেস্ট করে নেন। এটা তাঁদের সুরক্ষার কারণেই করা উচিত। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”

    Image may contain: 2 people

    খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর অনুরাগী এবং সহকর্মীরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রিয়াঙ্কা সরকার, বিক্রম চট্টোপাধ্যায় এবং পার্ণো মিত্র সহ আরো অনেকে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...