দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিষ বছরে যেন থামছে না নক্ষত্র পতনের চাকা। ফের পরলোক গমন করলেন আরও এক শিল্পী। চলে গেলেন টলিউড ও বলিউড খ্যাত অভিনেতা তথা পরিচালক জগন্নাথ গুহ। মৃত্যুকালে বেশ বয়স হয়েছিল পরিচালকের। শারীরিক অসুস্থতার জন্য তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। খবর, আজ ভোর চারটে নাগাদ মৃত্যু হয় জগন্নাথ বাবুর। টলি ও বলি পাড়ায় নেমে এল ফের মৃত্যু শোক।
টলিউড অভিনেতা শঙ্কর চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, তাঁর অন্যতম প্রিয় পরিচালক তাঁকে ছেড়ে চলে গেলেন। যেখানেই থাকুন ভালো থাকুন। একে একে শিল্পীদের মৃত্যুর সারিতে এবার জগন্নাথ গুহও যোগ হলেন। টলিউড হোক কিংবা বলিউড, জগন্নাথ বাবুর একের পর এক সেরা কীর্তি ফের স্মরণ করিয়ে দিয়েছেশিল্পী মহলে। ‘নেমসেক’ এ অভিনয় থেকে শুরু করে ‘আবার যখের ধন’ কিংবা ‘বর বউ খেলা’র পরিচালনা, প্রত্যেক কাজেই রেখে গিয়েছেন তাঁর সেরা ছোঁয়া। ‘সিটি অফ জয়’, ‘ভোলা ময়রা’, ‘পুরুষোত্তম’ ইত্যাদিতে রেখে গিয়েছে অভিনয়ের সেরা দিক। তাঁর লেখা ‘জেরা’ আজও মঞ্চস্থ হয়। পরিচালনা আর অভিনয়ের পাশাপাশি জগন্নাথ বাবু এআরএফআইটি-র ডিন পদেও নিযুক্ত ছিলেন।
খবর, আজ ভোর চারটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন জগন্নাথ বাবু। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁর শবদেহ সাউথ সিটির বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানেই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে পরিচালককে।
আরও পড়ুন: টালিগঞ্জে ফের করোনা’র থাবা, এবার পজিটিভ আবীর চট্টোপাধ্যায়
ইরফান খান থেকে শুরু করে ঋষি কপুর, সুশান্ত সিং রাজপুত, ওয়াজিদ খান, মনু মুখ্যোপাধ্যায় একে একে চলে যান। এবার সে যাত্রায় জগন্নাথ বাবুর নাম। একাধিক তারকার শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ফের সিনেমা জগতে নেমে এসেছে শোকের ছায়া।