দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এর পর এবার ‘দি হোয়াইট টাইগার’। সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও রাজকুমার রাওয়ের নতুন জুটির ছবির ‘দি হোয়াইট টাইগার’ এর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির আরও এক অন্যতম চরিত্রে রয়েছেন আদর্শ গৌরব। সমাজের ধনি-দরিদ্রের রূপরেখা তথা দরিদ্রের স্বপ্নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি। প্রিয়াঙ্কার কামব্যাকে উৎসাহী দর্শকমহল। সঙ্গে রাজকুমার ও প্রিয়াঙ্কার নতুন জুটি তো রয়েইছে। ছবিটি সম্পূর্ণ ইংরেজী ভাষার হতে চলেছে।
অরবিন্দ অদিগার লেখা ‘দি হোয়াইট টাইগার’ বই অবলম্বনে তৈরি এই ছবি আদতে সমাজের ধনি-দরিদ্রের বাস্তব চিত্র তুলে ধরবে। যেখানে রাজকুমার রাও ধনি শ্রেণীর প্রতীক। প্রিয়াঙ্কা সেই ধনির প্রেমিকার চরিত্রে থাকছেন। অন্যদিকে আদর্শ গৌরব তাঁর অভিনয়ের সেরা দিকটি ফুটিয়ে তুলেছেন এক দরিদ্রে গাড়ি চালকের ভূমিকায়।
আরও পড়ুন: সারার কবিতার ব্যর্থ চেষ্টা,দেখে নিন অক্ষয়ের প্রতিক্রিয়া
ট্রেলার অনুযায়ী ছবির গল্পে রাজকুমারেরই গাড়ির চালক হয়েছেন গৌরব। দরিদ্রের স্বপ্ন পূরণের মাঝে ধনি শ্রেণীর যে স্বার্থের দেওয়াল রয়েছে তারই একটি ঝলক দেখানো হয়েছে এই ট্রেলারে। ২.৩১ সেকেন্ডের এই ট্রেলার বেশ আকর্ষণ করেছে দর্শকদের। পাশাপাশি রাজকুমার রাওয়ের ছকভাঙা গোছের ছবি আরও আগ্রহ বাড়িয়েছে দর্শকমহলে। আগামী বছর ২২ শে জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। রমিন বহরানিত পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।