দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : শত সতর্কতা সত্ত্বেও রেহাই নেই কোভিড থেকে। করোনা আবহে একাধিক তারকার আক্রান্ত হয়েছেন । এবারে আক্রান্ত হলেন অভিনেত্রী রকুল প্রীত সিং। নিজেই কোভিড পজিটিভের খবর সোশ্যাল মিডিয়ায় জানান। আপাতত ছবির কাজ থেকে দূরে থাকছেন অভিনেত্রী। এই মুহুর্তে কোয়ারেন্টিনে আছেন অভিনেত্রী।
সম্প্রতি রকুল তাঁর ইনস্টাগ্রামে কোভিড পজিটিভ হওয়ার খবর জানান। লেখেন, “আমি সকলকে জানাচ্ছি যে আমি কোভিড পজিটিভ। আমি সুস্থই আছি। কোয়ান্টিনে আছি। বিশ্রাম নিচ্ছি যাতে তাড়াতাড়ি কাজে ফিরতে পারি।” পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও করোনা পরীক্ষার অনুরোধ করেছেন। লেখেন, “গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন অনুগ্রহ করে করোনা পরীক্ষা করিয়ে নেবেন।”
অভিনেত্রী কিছুদিন আগে পরিবারের সঙ্গে ছুটি কাটান। একাধিক ছবিও পোস্ট করেন। তারপরে ‘মেডে’ ছবির কাজ শুরু করেন। খবর, ‘মেডে’ ছবির পরিচালনা ও প্রযোজনা করবেন অজয় দেবগণ। এছাড়া রকুল আরও একটি রোম্যান্টিক ড্রামা ছবি করবেন বলে জানা যাচ্ছে। যেখানে অর্জুন কপুর ও জন আব্রাহামকেও দেখা যাবে।
আরও পড়ুন :
আপাতত রকুল কোয়ারিন্টিনে। শ্যুটিংয়ে ফিরতে বেশ সময় লাগবে অভিনেত্রীর। আগামী বছরেই ‘মেডে’র মুক্তির কথা আছে। রকুলের শেষ ছবি ছিল ‘দে দে প্যায়ার দে’। যেখানে অজয় দেবগণ ও তব্বুর সঙ্গেশকাজ করেন রকুল।