দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেতা রাজকুমার রাও একটি নতুন ক্যাম্পেইনের প্রচার শুরু করলেন। ব্রেকথ্রো ইন্ডিয়া নামের সংস্থার সঙ্গে ‘দখল দো’ অভিযানের অংশ হয়েছেন অভিনেতা। এই অভিযানের মূল লক্ষ্য ভারতীয় মহিলাদের উপর অত্যাচার তথা নীপিড়নকে রোধ করা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসন্ন ‘দখল দো’ ক্যাম্পেনের প্রচার করেন অভিনেতা। পাশাপাশি বাকিদেরকেও প্রচারে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজকুমার একটি পোস্ট শেয়ার করেন। সঙ্গে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন। যেখানে অভিনেতা আয়না হাতে নিয়ে আছেন। আয়নার পেছনে লেখা ‘দখল দো’। আরও এক ছবিতে আয়নায় মুখ দেখা যাচ্ছে অভিনেতার। যাকে বলে মিরর ইমেজ। সেই ছবি শেয়ার করেই দীর্ঘ লেখা শেয়ার করেছেন।
লেখেন, “আমি খুব আনন্দের সঙ্গে ‘ব্রকথ্রো ইন্ডিয়া’র নতুন অভিযান ‘দখল দো’তে যোগ দেওয়ার খবর জানাচ্ছি। এই অভিযানের মূল লক্ষ্য মহিলাদের উপর অত্যাচারকে রোধ করা। মহিলাদের উপর অত্যাচারের দর্শকদের এবার মধ্যস্থতা করতে হবে। সেঈ দর্শকদেরই এবার আওয়াজ তুলতে হবে। ‘দখল দো’-কারণ যখন আওয়াজ ওঠে তখন হিংসা থামে।” এরপরেই অভিনেতা সকলকে অভিযানের প্রচারের জন্য অনুরোধ করেন। লেখেন, “অভিযানটিকে ছড়িয়ে দিতে শুধু একটি মিরর ইমেজ তুলুন আর তারপর আমাদের এই পোস্ট ব্রেকথ্রো ইন্ডিয়ার সঙ্গে ট্যাগ করে শেয়ার করুন।”
এই পদক্ষেপে একাধিক নেটিজেনের থেকে প্রসংশা পেয়েছেন রাজকুমার। অনেক ক্ষেত্রে বিষয়টিকে ‘অনুপ্রেরণামূলক’ও মনে করা হয়েছে। অভিনেতা রিলেও যেমন একাধিক বার্তা দিয়ে যান তেমন রিয়ালেও বার্তা দিয়ে অনুপ্রেরণা যোগাচ্ছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে তাঁর আগামী ছবি ‘দি হোয়াইট টাইগার’ এর ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী বছর জানুয়ারিতেই মুক্তি পাবে এই ছবি।