দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:সিরিয়ালে তৃতীয় লিঙ্গের মানুষের উন্নতি দেখতে পছন্দ করছেন না দর্শক। এই কারণ দেখিয়ে বছরপূর্তির আগেই একেবারে অল্প সময়ের নোটিশে বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল “ফিরকি।”আর এমন একটা খবরে বরং বলা ভালো এমন একটা অদ্ভুত কারণে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ গোটা ” ফিরকি ” টিমের।
জানা গেছে ১৮ ডিসেম্বরেই চ্যানেলের তরফে টিম “ফিরকি” কে জানিয়ে দেওয়া হয়েছে, সিরিয়ালের শেষ শ্যুটিং হবে আগামী কাল অর্থাৎ ২৪ ডিসেম্বর। যার শেষ সম্প্রচার টিভির পর্দায় দেখা যাবে আগামী ২ জানুয়ারি।যা শুনে দর্শকদের মতোই অবাক হয়েছেন সিরিয়ালের গোটা টিম। আর তাঁদের অবাক হওয়ার অন্যতম কারণ সিরিয়ালের রেটিং। উল্লেখ্য গত সপ্তাহেও এই সিরিয়ালের রেটিং ছিল ৬.৫। যা মোটেই সিরিয়াল বন্ধের কারণ হতে পারে না।
তবে বাধ সেধেছে সিরিয়ালের টিআরপি। সূত্রের খবর চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজে নাকি এখনও ব্রাত্য তৃতীয় লিঙ্গের মানুষরা।এবিষয়ে সার্ভে করে দেখা গেছে তৃতীয় লিঙ্গদের পর্দাতে আনলেই নাকি চ্যানেল ঘুরিয়ে দিচ্ছেন দর্শক। সেই কারণেই আচমকা সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে খবর।
এভাবে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় আক্ষেপের সুর সিরিয়ালের প্রযোজক স্নিগ্ধা বসুর গলাতেও। এপ্রসঙ্গে তিনি জানান , ‘‘দর্শকেরা নতুন জিনিস দেখানোর কথা বলেন বটে, কিন্তু বাস্তবে নিতে পারেন না। তারই ফলাফল ফিরকি।’’
অপরদিকে এখন জি বাংলার পর্দায় চোখ রাখলে দুটো জিনিস নজরে আসছে। এক খুব শীঘ্রই আসতে চলেছে নতুন সিরিয়াল “মিঠাই”। যা আগামী ৪ জানুয়ারি থেকে নিয়ে নিচ্ছে ইন্দ্রাণী দত্ত অভিনীত “জীবন সাথী”-র স্লট। অন্যদিকে ওই একই দিনেই “জীবন সাথী” নিয়ে নিতে চলেছে “ফিরকি” র স্লট।