দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী আলিয়া ভট্ট ও পরিচালক সঞ্জয় লীলা ভানসালির বিরুদ্ধে এবার মামলা দায়ের হল বোম্বে সিভিল কোর্টে। সঙ্গে ‘মাফিয়া কুইন অফ মুম্বই’য়ের লেখক হুসেন জায়েদির বিরুদ্ধেও মামলা করা হয়। সত্য ঘটনা অবলম্বনে ভানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কোঠিয়াবাড়ি’ ছবির বিরুদ্ধেই এই মামলা। বাস্তব গাঙ্গুবাঈয়ের পরিবার এই তিন মহারথীর বিরুদ্ধে মামলা করেন গতকাল ২২ শে ডিসেম্বর। খবর, আগামী জানুয়ারীতেই শুনানি হবে আদালতে।
ষাটের দশকের মাফিয়া কুইন গাঙ্গুবাঈ, যাঁকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে পতিতালয়ে বেচে দিয়েছিলেন তাঁর স্বামী, তাঁর জীবনকে কেন্দ্র করেই ছবির গল্প। হুসেন জায়েদির লেখা ‘মাফিয়া কুইন অফ মুম্বই’ অবলম্বনে তৈরি হচ্ছিল এই ছবি। ছবিতে আলিয়া ভট্ট গাঙ্গুবাঈয়ের চরিত্রে রয়েছেন। একাধিক লুকও প্রকাশ পায় এই ছবির। তবে ছবি নিয়ে আপত্তি তোলেন গাঙ্গুবাঈয়ের পরিবার। ভানসালি, আলিয়া ও জায়েদির বিরুদ্ধে মামলা দায়ের করেন বোম্বে সিভিল কোর্টে। খবর, আগামী ৭ ই জানুয়ারী আদালতে শুনানি হবে।
জানা যাচ্ছে, ছবির অনেকটা কাজই এগিয়ে গিয়েছে। ছবির সেট তৈরির জন্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা খরচ হয়েছে। এমতাবস্থায় দায়ের করা মামলার কারণে ছবি বাতিল হবে কি না, উঠছে প্রশ্ন। তবে বহু ক্ষেত্রে পরিবারের ইচ্ছে মতো ছবির দৃশ্য বাতিল করার বিকল্প রয়েছে বলেও মনে করা হচ্ছে। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গেও ভানসালির বিরুদ্ধে মামলা করে এক আইনজীবী। ভানসালি সহ মোট আটজন মহারথীর বিরুদ্ধে মামলা করা হয়। অন্যদিকে বিহারে করণ জোহার সহ সলমন খান ও আলিয়া ভট্টের ছবি বন্ধের দাবিও উঠেছিল।