দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বড়দিনের মুখেই আজ রিলিজ করেছে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত “কাগজ”- এর ট্রেলার। পঙ্কজ ত্রিপাঠির ‘কাগজ’ ট্রেলার প্রকাশিত হয়েছে।যার প্রথম দৃশ্যেই দেখা যাচ্ছে সিনেমার জীবন্ত নায়কের শেষকৃত্যের দৃশ্য। ট্রেলার দেখে প্রথমে হাসি পেলেও একথা নিশ্চিত সিনেমার গল্প যত এগোবে ততই গম্ভীর হতে থাকবে বিষয়বস্তু।
পরিচালক সতীশ কৌশিক পরিচালিত এই সিনেমাটি আদতে ভারত লাল নামে এক ব্যক্তির বাস্তব জীবনের কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। ছবির মুখ্য চরিত্র অর্থাৎ ভারত লাল ব্যান্ড ওয়ালার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ।
স্কেফ ফিল্মসের ব্যানারে নির্মিত গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি সিনেমার ট্রেলারে দেখা যাচ্ছে পঙ্কজ এমন একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন যিনি সরকারি কাগজপত্রের নথি অনুযায়ী মৃত। তাই নিজেকে জীবন্ত করতে ১৮ বছর ধরে মরিয়া হয়ে লড়াই করে চলেছেন। তবে, শেষ পর্যন্ত কী হবে তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
ছবিটি প্রযোজনা করেছেন সালমান খান। ছবির ট্রেলার রিলিজ করার পর তিনি ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করছে লিখেছেন- “ইনি হলেন আমাদের ভারত লাল মৃত। যাঁর কাছে এখন গোটা বিশ্ব জানতে চাইছে তাঁর কাছে তাঁর জীবিত থাকার কোনো প্রমাণ আছে কি? এই ছবিটি এমন একজন ব্যক্তির গল্প বলে যাকে ছবিতে মৃত ঘোষণা করা হয়েছে। ছবিটির ২০২১ সালের ৭ জানুয়ারী জি -ফাইভে এ প্রকাশিত হবে। একই সঙ্গে এটি উত্তর প্রদেশের কয়েকটি শহরের প্রেক্ষাগৃহে দেখানো হবে।”
অপরদিকে পঙ্কজ ত্রিপাঠিও ছবিটির পোস্টার শেয়ার করে লিখেছেন- “মৃত নাকি বেঁচে আছি? এখন এই কাগজই ভারতলাল মৃতের ভাগ্য নির্ধারণ করবে!”