দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেতা বিবেক ওবেরয়ের অভিনয় নিয়ে দর্শক মহলে কোনো সন্দেহ না থাকলেও সেভাবে আর অভিনেতাকে অনস্ক্রিনে দেখা যায় না। তাঁর আইকনিক ছবি ‘সাথিয়া’র মুক্তির ১৮ বছর পূর্ণ হয়েছে। সে প্রসঙ্গেই ‘সাথিয়া’র রিমেকে কোন ইয়ং স্টারের জুটি তিনি পছন্দ করবেন জিজ্ঞেস করা হলে, অভিনেতা নাম নেন আলিয়া ভট্ট ও কার্তিক আরিয়ানের।
২০০২ সালে মুক্তি পাওয়া ‘সাথিয়া’ ছবি আজও প্রিয় দর্শকদের। রানি মুখার্জী ও বিবেক ওবেরায়ের জুটির এই আইকনিক ছবি সম্প্রতি ১৮ বছর পূর্ণ করেছে। ছবিতে শাহরুখ খানকেও দেখা যায়। অজকের দিনে পুরানো ছবি রিমেকের ট্রেন্ড চলছে যেহেতু তাই ‘সাথিয়া’র রিমেক হওয়াটাও স্বাভাবিক। ‘জুরয়া’ থেকে শুরু করে ‘লভ আজকাল’, ‘কুলি নম্বর ওয়ান’ ইত্যাদি ছবির রিমেক হয়েছে। তাই বিবেক ওবেরায়কে তাঁর আইকনিক ছবি ‘সাথিয়া’র রিমেক প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তিনি কোন ইয়ংস্টারদের জুটিকে নির্বাচন করবেন। অভিনেতা জানান, “সাথিয়াতে আমার আর রানীর (মুখার্জী) জুটি অনেক ভালোবাসা পেয়েছিল। ঐ ছবির রিমেকে আমি কার্তিক আরিয়ান আর আলিয়া ভট্টকে নির্বাচন করব। এই দুই ইয়ংস্টাকে বেশ মানাবে ছবিতে।”
আরও পড়ুন:বড়দিনের আগেই রিলিজ করল সরকারী”কাগজ”-এ মৃত পঙ্কজ ত্রিপাঠীর সিনেমার ট্রেলার
কার্তিক ও আলিয়ার জুটির কোনো ছবি এখনও পর্যন্ত হয় নি। তবে নতুন জুটির জুরি মেলা ভার থাকায় দর্শক মহল অনায়াসেই এই জুটিকে দেখতে পাবে বলে আশা রাখছে। ‘সাথিয়া’র রিমেক নিয়ে কোনো চর্চা না চললেও ওবেরায়ের মন্তব্যে আলিয়া-কার্তিকের জুটির প্রত্যাশা করতে পারে অডিয়েন্স।