দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বড়দিন ছাড়াও আরও একটি বিশেষ কারণে আজকের দিনটি দেবভক্তদের কাছে স্পেশাল। কারণ আজকের দিনেই যীশুর জন্মতিথিতে ৩৮ -এ পা দিয়েছেন অভিনেতা। তাই তারকা-সাংসদের জন্ম দিনটিকে আরও বেশি স্পেশাল করে তুলতে ভীষণ সুন্দর একটি সারপ্রাইজ দিলেন তাঁর গার্লফ্রেন্ড তথা মডেল অভিনেত্রী রুক্মিণী।
আরো পড়ুন:
প্রিয় দেবকে সারপ্রাইজ দিতে বৃহস্পতিবার মধ্যরাতে কেক নিয়ে সোজা চলে গেলেন তাঁর গোলন্দাজ ছবির শুটিং ফ্লোরে।প্রেমিকার পাল্লায় পড়ে নগেন্দ্র সর্বাধিকারীর লুকে ধুতির ওপর জ্যাকেট পরেই কেক কাটেন দেব। হাজির ছিলেন ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ও সহ গোটা টিম। সকলকেই নিজের হাতে কেক খাইয়ে দেন দেব।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণী। সেইসঙ্গে ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন ‘শুভ জন্মদিন মুচ্ছড়! বছর এইভাবে যোগ হতে পারে তবে এই গোঁফটাকে এবার যেতে হবে!’উল্লেখ্য “গোলন্দাজ” ছবিতে নগেন্দ্র সর্বাধিকারীর চরিত্রের জন্য গত কয়েকমাস ধরেই গোঁফ রেখেছেন দেব। তবে সেটি একেবারেই পছন্দ হচ্ছে না রুক্মিনীর। তাই জন্মদিনে প্রেমিকের কাছে সেই গোঁফ কেটে ফেলার আবদার করেছেন অভিনেত্রী।
এখানেই শেষ নয়, সাউথ সিটি মলের বাইরে দেবের জন্যে সারপ্রাইজ বার্থ ডে বোর্ড টানিয়ে রুক্মিণী লিখেছেন,” হ্যাপি বার্থ ডে দেব। আমি তোমাকে ভালোবাসি এবং তুমি জানো সেটা সত্যি।যা দেখে আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর সাথে ছবি পোস্ট করে দেব লিখেছেন “বধন্যবাদ রুক্মিণী।ছরের পর বছর তুমি আমায় সারপ্রাইজ দিয়ে চলেছো। এভাবেই আমার পাশে থেকো।”
দেবের জন্মদিনে রুক্মিণীর সারপ্রাইজ

