দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বড়দিনের সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে। জানা গেছে, রক্তচাপের সমস্যা ছাড়া আর কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই ৭০ বছরের এই বর্ষীয়ান অভিনেতার।
আরো পড়ুন: করোনা তো শিশু! ভারতে ২০১৯ এ পরিবেশ দূষণের কারণে ১৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে ! চমকে দেওয়া রিপোর্ট!
হাসপাতালের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে ,”মিঃ রজনীকান্তকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত দশদিন ধরে তিনি হায়দ্রাবাদে একটি সিনেমার শুটিং করছিলেন। সেটের কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন।তবে গত ২২ ডিসেম্বর রজনীকান্তের রিপোর্ট নেগেটিভ এসেছে। তখন থেকেই তিনি আইসোলেশনে এবং পর্যবেক্ষণে ছিলেন।”
উল্লেখ্য গত ১০ দিন ধরে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘আন্নাত্থে’র শুটিং করছিলেন রজনীকান্ত। সেই ছবির সেটেই করোনা পজিটিভ হয়েছিলেন সেটের ৮ জন কলাকুশলী।এরপরেই রজনীকান্তের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।কিন্তু তারপর থেকেই আইসোলেশনে থাকতে শুরু করেন থালাইভা৷ তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয় বলেও খবর।কিন্তু মাঝে মাঝেই তাঁর রক্তচাপ ওঠা-নামা করতে শুরু করে৷এরপরেই আজ সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত অভিনেতার রক্তচাপের মাত্রা সঠিক হচ্ছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হচ্ছে ততক্ষণ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না।