দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বারাণসীতে “সত্যমেব জয়তে ২” ছবির শুটিং করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন জন আব্রাহাম।জানা গেছে ছবিতে অ্যাকশন সান্ট করতে গিয়ে ডান হাতের তালুতে এবং বুড়ো আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি অভিনেতা। এরপরেই তাঁকে বারাণসীর চিতিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সূত্রের খবর সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
অন্য দিকে তাঁর আহত হওয়ার খবর চাউর হতেই তাঁকে দেখতে হাসপাতালের বাইরে ভীড় জমান জন ভক্তরা। এরপরেই সোশ্যাল মিডিয়া বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা যায়। যার মধ্যে একটিতে দেখা যায় চিকিৎসকের সাথেই নিজের হাতের এক্স রে রিপোর্ট মন দিয়ে দেখছেন জন।
উল্লেখ্য গত ২ মাস ধরে লখনৌয়ে পরিচালক মিলাপ জাভেরির “সত্যমেব জয়তে ২”-এর শ্যুটিং করছিলেন জন। বুধবার পরবর্তী শুটিং এর জন্য বারাণসী পৌঁছান তিনি।সেখানেই চেত সিং ফোর্টের কাছে একটি হভেলিতে তৈরি হয়েছে সিনেমার সেট। বৃহস্পতিবার সকালে সেখানেই শুটিং করার সময় চোট পান অভিনেতা।