দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গতকাল সোশ্যাল মিডিয়ায় আসন্ন বাংলাদেশী সিনেমা “কমান্ডো”-র পোস্টার শেয়ার করে ইঙ্গিত দিয়েছিলেন দেব । আর আজ জন্মদিনের সন্ধ্যায় টীজার শেয়ার করে ভক্তদের নতুন চমক দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সিনেমার টীজার শেয়ার করে দেব লিখেছেন , ”অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশের প্রথম সিনেমা কমান্ডোর টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আপনাদের এই সিনেমাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে।”
আরো পড়ুন:শোলের সেটে অমিতাভকে গুলি ছুঁড়েছিলেন ধর্মেন্দ্র! কি বললেন বিগ বি?
বাংলাদেশী পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমার টিজারে দেখা যাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের অপারেশন 1216 বানচাল করতে বন্দুক হাতে নেমে পড়েছেন “কমান্ডো” দেব। সূত্রের খবর প্রথমে এই ছবির নাম রাখা হয়েছিল মিশন সিক্সটিন।কিন্তু পরে বিশেষ কারণে ছবির নাম বদলে “কমান্ডো” করা হয়।
উল্লেখ্য করোনার কারণে সিনেমার শুটিং পিছিয়ে গেলেও গত মাসে অর্থাৎ নভেম্বরেই কলকাতায় সিনেমার শুটিং শেষ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেতা দেব। এদিন টিজারে দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যায় সুদীপ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় কেও।