দ্য কলকাতা মিরর ব্যুরো : শেষবারের মতো অভিনয়ের জাদুর ঢালি নিয়ে হাজির সুশান্ত সিং রাজপুত। শুক্রবার, মুক্তি পেয়ে গেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি “দিল বেচারে”। এদিন ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের মুক্তি পেয়েছে এই ছবি। সুশান্তকে শ্রদ্ধার্ঘ জানাতে ডিজনি প্লাস হটস্টারের তরফে আগেই জানানো হয়েছিল সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন-সাস্ক্রাইবারদের জন্য খোলা থাকবে এই ছবির দরজা। বিনা পয়সাতেই আপনিও সুযোগ পাবেন সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দেখার। জন গ্রিণের লেখা উপন্যাস ফল্ট ইন আওয়ার স্টারস অবলম্বনে তৈরি হয়েছে পরিচালক মুকেশ ছাবরার এই ছবি। দিল বেচারেতে ধরা পড়েছে কিজি আর ম্যানির প্রেমের পত্রপাঠ। ছবিতে সুশান্তের বিপরীতে নায়িকা সঞ্জনা সাংঘি। এদিন সুশান্তকে স্মরণ করেই শুরু হল দিল বেচারা। সুশান্তের জীবন দর্শন ফুটে উঠল পর্দায়। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বারবার ব্যবহৃত দুই লাইন ফুটে উঠল দিল বেচারের শুরুতে। যার বাংলা তর্জমা করলে খানিকটা দাঁড়ায়- ‘জীবনে দুর্দান্ত কিছু একটা এবং খুব খারাপ কোন বিষয়ের মধ্যেকার পার্থক্য একটাই তোমার বিশ্বাস’
মাত্র ১ ঘন্টা ৪১ মিনিট ২৬ সেকেন্ড দীর্ঘ সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি।এই ছবির শেষেও সুশান্তকে শ্রদ্ধার্ঘ জানিয়েছে টিম দিল বেচারা। শ্যুটিংয়ের ফাঁকে ম্যানির নানান মুহূর্তের ঝলক ধরা পড়েছে সেখানে।উজ্জ্বল তারকার সম্ভাবনাময় কেরিয়ারের অনেক কিছুই হয়ত দেওয়ার ছিল, আরও অনেক কিছু হয়ত পাওয়ার ছিল সুশান্ত ভক্তদের বাকি রয়ে গেলো সবকিছু।
রিলিজেই বাজিমাত

