দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বাস্তবের সুপারহিরো হয়ে উঠেছেন অনেক আগেই।এবার দিনে দিনে ভক্তদের কাছে সারপ্রাইজেরও আর এক নাম হয়ে উঠছেন সোনু সুদ।বড়দিনেও তার অন্যথা হলো না। সবাইকে চমকে দিয়ে হঠাৎই পৌঁছে গিয়েছিলেন এক ভক্তের খাবারের দোকানে। তবে শুধু সশরীরে পৌঁছে যাওয়াই নয় নিজে হাতে রান্নাও করলেন তিনি।
আরো পড়ুন:বিবেক-রাণীর ব্লকবাস্টার ‘সাথিয়া’র রিমেকে এবার আলিয়া ও কার্তিক!
উল্লেখ্য সম্প্রতি অভিনেতা জানতে পারেন হায়দ্রাবাদের বেগমপেটে একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে।অনিল নামে তাঁর এক অনুরাগী হলেন সেই দোকানের মালিক। যিনি দোকানের নাম রেখেছেন “লক্ষ্মী সোনু সুদ।” এরপরই গতকাল সেই ভক্তের দোকানে গিয়ে হাজির হন সোনু সুদ স্বয়ং। যা দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন দোকানের মালিক। এরপরেই তিনি অভিনেতার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিলেন। কিন্তু ভক্তকে পায়ে হাত দিতে না দিয়ে বুকে জড়িয়ে ধরেন সোনু।
এরপর যতক্ষণ তিনি দোকানে ছিলেন পুরো পরিবেশটাই মাতিয়ে রেখেছিলেন।কখনও হাতা-খুন্তি নিয়ে নিজের হাতে ফ্রাইড রাইস রান্না করেছেন আবার কখনও তৃপ্তি ভরে খেয়েওছেন। এখানেই শেষ নয় এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দোকানে গিয়ে এক বয়স্ক মহিলার গলায় মালা পরিয়ে সম্মান জানাচ্ছেন সোনু। সবার সঙ্গে হাসি মজা করে কাটানোর পাশাপাশি দোকানের মালিক অনিলের ব্যবসা যাতে আরও বড় হয় তার প্রার্থনাও করেছেন তিনি।