দ্য কলকাতা মিরর ব্যুরো : পুরোনো স্মৃতি ঘেঁটে দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইন্সটাগ্রামে সেই স্মৃতির টুকরোই তার ভক্তদের সামনে তুলে ধরলেন তিনি।২০০০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া হওয়ার সেই ভিডিও তিনি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে আপলোড করেন। ভিডিওটি আপলোডের সঙ্গে সঙ্গেই ভক্তদের লাইক ও কমেন্টের ঝড় উঠে যায়।ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ২০০০ সালের আমার মিস ইন্ডিয়ার ফুটেজটি এখন দেখছি। এখান থেকেই আমার সবকিছু শুরু হয়েছিল।
ভিডিওটি দেখানোর আগে প্রিয়াঙ্কা মজা করেই বলেন, ২০২০ সালে আমি এখন ২০ বছর। বিনোদন জগতে তার ২০ বছর পূর্ন হল। ফেমিনা মিস ইন্ডিয়া পেজেন্ট থেকেই যা শুরু হয়েছিল।ভিডিও চলা কালীন নিজেই বসা অবস্থায় একবার সেই র্যাম্পে হাঁটার নকল করেও দেখান। ওই সময় তাকে একটি প্রশ্ন করা হয়েছিল, যদি তুমি নিজেকে এখন ভগবান মনে করো, তবে তুমি কাদের শাস্তি দিতে চাও? অ্যাডম, ইভ নাকি শয়তান?উত্তরে তিনি তখন বলেছিলেন, আমি শয়তানকে শাস্তি দিতে চাই।
তিনি বলেন, আজ ২০ বছর কেটে গিয়েছে, আমি এখনও পিছন ফিরে তাকাতে পারিনি। এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। প্রসঙ্গত, ২০২০ সালে মিস ইন্ডিয়া মুকুট জেতার পর একই বছরে মিস ওয়ার্ল্ডও হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ভিডিও টির শেষ দিকে 90 দশকের পুরোনো কিছু ছবি দেখে নস্টালজিক হয়ে পড়ে বলি সুন্দরী।
কুড়ি বছর পূর্ণ করলেন প্রিয়াঙ্কা

