দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গতকালই ভক্তদের বড়দিনের উপহার হিসাবে “খোলা হাওয়া” গানের অ্যালবাম রিলিজ করেছিলেন মিমি চক্রবর্তী।তারপরেই ভক্তদের থেকে সরাসরি সেই গানের ফিডব্যাক জানতে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে বসেছিলেন অভিনেত্রী। এরপরেই ভক্তদের নানান আবদারের মুখে পড়েন তিনি। কেউ সরাসরি “চুমু” দেওয়ার আবদার করে বসলেন তো কেউ জানতে চাইলেন “বিয়ে কবে করবেন?” আর এসব আজব আবদার শুনে বিরক্ত হলেও অত্যন্ত দক্ষতার সাথেই সবটা সামলে নিতে দেখা যায় অভিনেত্রীকে।
আরো পড়ুন:মুক্তি পেল দেবের প্রথম বাংলাদেশী সিনেমা “কমান্ডো”-র টীজার
প্রথমেই ভক্তের “চুমু”র আবদার সরাসরি নাকচ করে ভার্চুয়াল কিস পাঠানোর কথা বলে জানিয়ে দেন “করোনা পরিস্থিতিতে “নো কিস”।আমি চাইবো তাড়াতাড়ি তোমার একজন গার্লফ্রেন্ড হোক।”
এরপরেই বিয়ের করার প্রশ্ন করা হলে উত্তরে অভিনেত্রী বলেন “যখন করব জানতে পারবে। জানতে পারাটাই স্বাভাবিক। তুমি খোজো আমার জন্য পাত্র।আমি নিশ্চই করবো। ভালো পাত্র খুঁজো।”এরপরেই আর বিরক্তি চেপে রাখতে না পেরে তিনি বলেই দেন ” প্লিজ যারা এই ধরণের প্রশ্ন করছো তারা আর কথা বোলো না।আমি এখন এসব কথা বলার মুডে নেই। মিউজিক ভিডিও নিয়ে কথা বলো, বড়দিন নিয়ে কথা বলো। আমার দিন কেমন কাটল সেই নিয়ে কথা বলো। আনন্দের বিষয় নিয়ে কথা বলো।”