দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বাংলা সিরিয়াল “শ্যামা”-য় নতুন বছরে আসছে নতুন চমক। সম্প্রতি চ্যানেলে দেখা যাচ্ছে সিরিয়ালের একটি প্রোমো। যেখানে দেখা যাচ্ছে চৌধুরী পরিবারের সবাই নিউ ইয়ার পার্টিতে শ্যামার মেয়ে কৃষ্ণাকে ভজন গাইতে বলছেন। আর এসবের মধ্যেই কৃষ্ণার প্রতি সবার ভালোবাসা দেখে হিংসা করছে অশোক এবং দিশার মেয়ে মুন্নি।তাই তাকে শিক্ষা দিতে বলা ভালো বাড়ি থেকে তাড়াতে সেই পার্টিতেই, কৃষ্ণার জুসের মধ্যে অ্যালকোহল মিশিয়ে দেয় মুন্নি। এরপরেই দেখা যায় নেশাগ্রস্ত কৃষ্ণা গান গাওয়ার চেষ্টা করার সময় টাল খেয়ে যায়,দাঁড়াতে পারে না।
আরো পড়ুন:বড়দিনের সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন থালাইভা
এরপরেই দেখা যায় সিরিয়ালের নতুন টুইস্ট! সিরিয়ালের প্রধান নায়িকা শ্যামা মেয়ে কৃষ্ণাকে বাচাতে নিজেই গেয়ে ওঠে ‘প্রভুজি’ গান। অন্যদিকে শ্যামার গলা শুনেই চমকে ওঠেন চৌধুরী পরিবারের সকলে।এরপরেই নিখিল তাঁর কাছে দৌড়ে গিয়ে পৌঁছাতেই সরে যায় তাঁর মুখের ঘোমটা।
যা দেখে এখন দর্শকদের মনে উঁকি দিচ্ছে কয়েকটি প্রশ্ন।এই প্রোমো দেখে অনেকেই ভাবছেন সিরিয়ালে ১৮ বছর পর অবশেষে কি সামনে আসতে চলেছে শ্যামা? আবার এত বছর পর শ্যামার স্মৃতি শক্তি কি ফিরে আসবে আদৌ? আবার কেউ ভাবছেন শ্যামাকে এত বছর পর কাছে পেয়ে কিভাবে রিয়্যাক্ট করবে নিখিল সহ গোটা চৌধুরী পরিবারের। এমনই ননান প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনের মধ্যে। যার উত্তর মিলবে আগামী বছরের নতুন এপিসোড গুলিতে।