দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বছর শেষের আর চারদিন বাকি। তাও শেষ হচ্ছে না বিষ বছরের শিল্পী গ্রাসের অধ্যায়। ফের প্রয়াত হলেন টলি পাড়ার আরও এক শিল্পী। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘মা’ সিরিয়াল খ্যাত পরিচালক দেবীদাস ভট্টাচার্য। প্রায় একমাসের কাছাকাছি মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করলেন পরিচালক,অভিনেতাও নাট্যকার দেবীদাস ভট্টাচার্য।
চলতি মাসের শুরুর দিকেই পরিচালককে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে বাইপাসের একটি হাসপাতালে চিকিৎসা চলে। পরে বদলি করে ভর্তি করা হয় ঢাকুরিয়ার একটি হাসপাতালে। পরিচালকের একটি কিডনি না থাকার কারণে সংকট বেড়েই চলেছিল। একসপ্তাহ আগেই ভেন্টিলেশনে রাখা হয় দেবীদাস বাবুকে। গত পোরসু বড়দিনে পরিচালকের শারীরিক অবস্থার তীব্র অবনতি ঘটে। অবশেষে আজ দীর্ঘ লড়াইয়ে ইতি টেনে পরলোক গমন করেন পরিচালক।
হাসপাতালে ভর্তির আগে ‘বৃদ্ধাশ্রম ২’ ও ‘আকাশ আঠ’ এর শ্যুটিং সম্পূর্ণ করেন পরিচালক। পরে অসুস্থতার কারণে সেটে যাওয়াও ছেড়ে দেন। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসা চলে পরিচালকের।
আরও পড়ুন:আবার নক্ষত্র পতন! মারা গেলেন মালায়লাম অভিনেতা অনিল নেদুমঙ্গাদ
বাংলা সিরিয়ালের মাইলস্টোন ‘মা..তোমায় ছাড়া ঘুম আসে না’ তাঁরই পরিচালিত। এছাড়া ‘রাগে অনুরাগে’, ‘বৃদ্ধাশ্রম’এর মতো উপহারও দিয়ে গিয়েছেন এই শিল্পী। জগন্নাথ গুহর মৃত্যু শোক কাটতে না কাটতেই ফের শোকের ছায়া টলি পাড়ায়।