দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:দুশ্চিন্তার মেঘ কেটে গিয়ে খুশির খবর এল রজনীভক্তদের কাছে। আজই হায়দরাবাদের জুবিলি হিলের অ্যাপোলো হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এদিন বাড়ি ফেরার সময় ভক্তদের উদ্দেশ্যে গাড়ি থেকে হাত নাড়াতেও দেখা যায় থালাইভাকে।
হাসপাতাল থেকে দেওয়া মেডিকেল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছেন,”মিঃ রজনীকান্ত হাইপার টেনশন ও মাত্রাতিরিক্ত ক্লান্তি নিয়ে ২৫ ডিসেম্বর, হাসপাতালে ভর্তি হয়েছিলেন।এখন তাঁর রক্তচাপ অনেকটাই স্থিতিশীল হয়েছে এবং তিনি আগের থেকে অনেক ভাল রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। রজনীকান্তকে এখন ওষুধ এবং ডায়েটের ওপরেই থাকতে হবে৷ আগামী এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পাশাপাশি নিয়মিত রক্তচাপ মাপাতে হবে তাঁকে৷ ন্যূনতম শারীরিক কার্যকলাপ করতে পারবেন তিনি । তবে কোনও ভাবেই টেনশন করা যাবে না৷ করোনার কথা মাথায় রেখে রজনীকান্ত এমন কিছুই করতে পারবেন না, যা তাঁর করোনার ঝুঁকি বাড়িয়ে দেয়৷”
আরো পড়ুন:সুশান্ত তদন্তের সিবিআই ফলাফল পেশের অনুরোধ করলেন অনিল দেশমুখ
উল্লেখ্য বড়দিনের সকালে হঠাৎই অসুস্থ হয়ে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গেছে, ১৪ ডিসেম্বরের আগে হায়দ্রাবাদে ‘আন্নাথে’ সিনেমার শুটিং করছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। কিন্তু ছবির ৮ জন কলাকুশলী করোনা আক্রান্ত হয়ে পড়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়। এরপর কোনোরকম ঝুঁকি না নিয়েই রজনীকান্তেরও করোনা পরীক্ষা করা হয় এবং তাঁর সেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।কিন্তু তারপর থেকেই আইসোলেশনে থাকতে শুরু করেন থালাইভা৷ তাঁকে নিয়মিত পর্যবেক্ষণেও রাখা হয় কিন্তু মাঝে মাঝেই তাঁর রক্তচাপ ওঠা-নামা করতে শুরু করলে ২৫ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।