দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:শেষের মুখে ২০২০। তাই বাকি দিন গুলো কাজ থেকে ছুটি নিয়ে একেবারে নিজের মতো করে কাটাতে থাইল্যান্ডের সমুদ্রতীরে পাড়ি দিয়েছেন টলিউডের ব্যাস্ততম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ছুটির মেজাজের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন স্বস্তিকা।
সেখানে দেখা যাচ্ছে নীল রঙের ইন্ডিগো প্রিন্টের অফ শোল্ডার ড্রেস পরে সমুদ্রতীরে দিব্যি উষ্ণতা ছড়াচ্ছেন বাংলার এই বোল্ড অভিনেত্রী। সাথে নজর কেড়েছে তাঁর ইউনিক কানের দুল। ছবিতে দেখা যাচ্ছে গাছের ছায়ায় দাঁড়িয়ে একমনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন স্বস্তিকা। ক্যাপশন হিসাবে যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় “সমুদ্রের কাছে দেখা হোক আমাদের… তুমি, আমি, রোদ্দুর আর বালি। “সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন হলিডেভাইবস।
প্রকৃতির কোলে প্রিয় অভিনেত্রীর এমন সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। কেউ কেউ আবার অভিনেত্রী কেই উল্টে প্রশ্ন করে লিখেছেন “প্রকৃতিকে দেখবো নাকি আপনাকে?”আবার কেউ জানতে চেয়েছেন ” একটা মানুষ এতো সুন্দর কি করে হতে পারেন? “
উল্লেখ্য সম্প্রতি ফেসবুকে স্বস্তিকা শেয়ার করেছিলেন ‘চরিত্রহীন ৩’- এ তাঁর চরিত্র রাবেয়া শামিমের কিছু নো-মেকাপ ছবি।যা কিছুক্ষণের মধ্যেই নেটিজেনদের একের পর এক প্রশংসনীয় কমেন্টে ভরে যায়।অনেকে লিখেছেন “এই জন্যই তোমায় এত ভালোবাসি।স্পর্ধা আর সাহস আর শিক্ষার নাম স্বস্তিকামুখোপাধ্যায়য়।” তো কেউ লিখেছেন “সেলিব্রিটিরা মুখের ওপর কয়েক লেয়ার পর্যন্ত মেকাপ ছাড়া বেরই হয়না। মেকাপ ছাড়া মুখ বের করতেই লজ্জা পায় সেখানে আপনি সোস্যাল মিডিয়ায় ছবি দিলেন। বয়স সবারই বাড়ে, ডার্ক সার্কেল ও থাকে কিন্তু সবাই প্রকাশ্যে আনার সাহস পায়না৷ তাই আপনাকে সাহসী না বলে পারলাম না।”