দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:নতুন বছরে এবার নতুন রূপে শ্রোতাদের কাছে ধরা দিতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। এই প্রথম শ্রোতাদের জন্য হিন্দি কভার সং গাইবেন ইমন।কালজয়ী সংঙ্গীত পরিচালক এ. আর. রহমানের কম্পোজ করা গানকে নিজের গলায় একেবারে নতুন আঙ্গিকে পরিবেশন করবেন তিনি। নতুন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রকাশ পাবে ইমনের এই হিন্দি সিঙ্গেল।
আরো পড়ুন:অর্জুন রামপালের কুকুরের ওষুধ বাজেয়াপ্ত করেছে NCB! বয়ান অভিনেতার!
গতকাল ইনস্টাগ্রামের একটি ভিডিওবার্তায় ইমন সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে বলেছেন “নতুন বছরে একেবারে নতুন রূপে আপনাদের কাছে আসছি।আমার নতুন গান যেটি একটি কভার সং ‘তাল’ সিনেমা থেকে এ. আর. রহমান স্যারের কম্পোজিশন “নেহি সামনে” আপনাদের জন্য আনছি। এই প্রথম হিন্দি সিঙ্গেল করছি। এই গোটা সঙ্গীতায়োজন করেছেন নীলাঞ্জন ঘোষ, ভিডিওতে রয়েছে শুভদীপ তার সঙ্গে সঙ্গে রয়েছেন গোটা ইমন চক্রবর্তী প্রোডাকশন। আপনাদের সকলের আশীর্বাদ চাই। তাই আমদের সঙ্গে থাকবেন গোটা ইমন চক্রবর্তী প্রোডাকশনের পাশে থাকবেন। “
উল্লেখ্য, এই গানের মিউজিক ভিডিওতেও অভিনয় করবেন ইমন নিজেই। যার জন্য এখন গোটা টিম নিয়ে এখন পুরোদমে চলছে গানের ভিডিও শুট। সম্ভবত এদিন সেই শুটিং স্পট থেকেই ভিডিওটি করেছিলেন ইমন।
হঠাৎই এ. আর রহমানের এই গানটিকেই বেছে নেওয়ার কারণ হিসাবে গায়িকা জানিয়েছেন তিনি এবং তাঁর হবু স্বামী নীলাঞ্জন পাহাড়ে ঘুরতে গিয়ে এই গানটি শুনছিলেন। অন্যান্য অনেক গানের মধ্যে পাহাড়ের রাস্তা দিয়ে যেতে যেতে ওই গানটার প্রতিই একটা অন্যরকম ভাললাগা তৈরি হয় তাঁদের। তখনই তাঁর হবু স্বামী নীলাঞ্জন তাঁকে ওই গানটা করার কথা বলেন। তারপরেই যেমন কথা তেমন কাজ। তাই নিজের প্রোডাকশন হাউজেই গানটা নতুন করে রিক্রিয়েট করার কাজটা করে ফেলেন তাঁরা।