দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বছর শেষে আজকের দিনে আচমকাই অভিশাপ নেমে এল কালজয়ী সঙ্গীত পরিচালক এ.আর.রহমানের জীবনে। আজ সকালে প্রয়াত হয়েছেন তাঁর মা করিমা বেগম। জানা গেছে এদিন চেন্নাইতে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
আরো পড়ুন:শোলের সেটে অমিতাভকে গুলি ছুঁড়েছিলেন ধর্মেন্দ্র! কি বললেন বিগ বি?
সূত্রের খবর কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অস্কারজয়ী সুরকারের মা। সোমবার চেন্নাইতে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি প্রয়াত হন বলে খবর।আজ দুপুরেই মায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুরের জাদুকর। যদিও ছবির সঙ্গে ক্যাপশানে কিছু লেখেননি তিনি।
এরপরেই শোকবার্তা জানিয়ে একের পর এক টুইট করেছেন অসংখ্য রহমান ভক্তরা। তামিল পরিচালক মোহন রাজা শোক প্রকাশ করে লিখেছেন,”স্যার আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
উল্লেখ্য আর পাঁচ জনের মতোই এ. আর রহমানের কাছেও তাঁর মা ছিলেন অত্যন্ত কাছের মানুষ। মাত্র ন’বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন কিশোর রহমান। তাঁর বাবা ছিলেন বিখ্যাত মিউজিক কম্পোজার আর.কে শেখর। বাবার মৃত্যুর পর মা’ই ছিল তাঁর সব। একথা একাধিকবার জনসমক্ষে স্বিকারও করেছেন তিনি। এমনকি অস্কার নেওয়ার সময়েই নিজের সমস্ত সাফল্যের কৃতিত্ব দিয়েছিলেন মাকেই।