দ্য কলকাতা মিরর ব্যুরো : বলিউডের অন্যতম চর্চিত জুটি সলমন খান ও ক্যাটরিনা কাইফ। এই জুটির অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন থেকেছে চর্চার কেন্দ্রবিন্দুতে। মেয়েনে প্যায়ার কিঁউ কিয়ার সমীর-সোনিয়া থেকে টাইগার জিন্দা হ্যায়র টাইগার-জোয়া একসঙ্গে অনেকটা পথ পার করেছেন সল্লু মিঁয়া ও ক্যাট। পর্দায় এই জুটির একসঙ্গে হাজির হওয়া মানেই এক অদ্ভূত জাদু। সেই ম্যাজিক তৈরি করতেই ফের একবার জুটিতে সলমন খান ও ক্যাটরিনা কাইফ। সূত্রের খবর টাইগার পার্ট এর তিন নম্বর ছবিতে ফের একসঙ্গে সলমন-ক্যাটরিনা। এই ব্লকবাস্টার ছবির তিন নম্বর ফিল্মের নাম হতে চলেছে টাইগার ৩। যা পরিচালনার দায়িত্বে থাকবেন মণীশ শর্মা। যাঁর ঝুলিতে রয়েছে ব্যান্ড বাজা বারাত এবং লেডিজ ভার্সেস রিকি বহেলের মতো ছবি।
টাইগার ৩ ছবির অংশ হওয়ার জন্য ইতিমধ্যেই ভাইজানের সবুজ সংকতে পেয়ে গিয়েছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। আগামী বছরেই শুটিং শুরু টাইগার ৩। গুপ্তচর নির্ভর এই ছবির স্টোরিলাইন এবং অ্যাকশন কী ধরণের চমক থাকবে এখন সেই নিয়েই ভাবনা চিন্তা চলছে।
এক থা টাইগার পরিচালনার দায়িত্বে ছিলেন কবীর খান। অন্যদিকে দু নম্বর ছবি টাইগার জিন্দা হ্যায় পরিচালনা করেছিলেন আলি আব্বাস জাফর। এবার শোনা যাচ্ছে বল যাচ্ছে মণীশ শর্মার কোর্টে। মণীশ শর্মা পরিচালিত শেষ বলিউড ছবি ছিল শাহরুখ খানের ফ্যান। ভাইজান ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় নয়া এই ছবির দিকে।