দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বছর শেষে খারাপ খবর রাম চরণের ভক্তদের জন্য! করোনা আক্রান্ত দক্ষিণী ছবির এই তারকা। মঙ্গলবার সকালে টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেতা। তবে অনুরাগীদের আশ্বস্ত করে অভিনেতা বলেন, তিনি উপসর্গহীন করোনা আক্রান্ত এবং আপতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি, তাই উদ্বেগের সেরকম কোনো কারণ নেই।
তিনি টুইটে লেখেন: ‘আমি করোনা পজিটিভ। কোনও রকম উপসর্গ নেই এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে। আশা করছি দ্রুত সেরে উঠব, এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসব’। তিনি পাশাপাশি এও বলেন যে, গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন এবং নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে আগামিতে সমস্ত আপটেড দেওয়ার আশ্বাসও দেন অভিনেতা।
সোমবার চিরঞ্জিবীর আসন্ন ছবি,’আচার্য’-র সেটে হাজির হয়েছিলেন রাম চরণ। সেই ছবিও ভাইরাল হয় সোস্যাল মিডিয়া চত্ত্বরে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন রাম চরণ।
আরো পড়ুন:‘দ্য সং অফ স্করপিয়নস’এ ইরফান খানকে শেষবারের মতো দেখা যাবে সিলভার স্ক্রিনে
গত ২২ ডিসেম্বর পর্যন্ত এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় শ্যুটিং করেছিলেন রাম চরণ। পাশাপাশি সুস্মিতা কোনিডিলার ওয়েব সিরিজ ‘শুটআউট’র প্রমোশনেও যোগ দিয়েছিলেন। ক্রিসমাসে পরিবার ও ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে সেলিব্রেশনেও মেতে উঠেছিলেন রাম। আল্লু অর্জুন, নীহারিকা কোনিডিলা, বরুণ তেজ, সাই ধর্মা তেজ, আল্লু সিরিশরা হাজির ছিলেন রাম চরণের ঘরোয়া ক্রিসমাস পার্টিতে।
সংক্রমিত হওয়ার আশঙ্কা ঠিক কোন জায়গা থেকে, সেটা বোঝা যাচ্ছে না। তবে জানা যাচ্ছে, অভিনেতা আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন।