দ্য ক্যালকাটা মিরর : লকডাউন পর্বে একের পর এক মানব কল্যাণমূলক কাজ করে জনগণের মন জয় করেন সোনু সুদ। তবে সেই কল্যাণমূলক কাজ যে তিনি বহুদিন আগে থেকেই করে আসছেন তাঁর সাক্ষী দিলেন অভিনেতা অমিত সাধ। ‘কাই পো চে’ খ্যাত অমিত সাধ সোনু সুদের একটি টুইটের জবাবেই লেখেন, “কারোর হয়তো জানা নেই যে সোনু ভাইই আমায় প্রথম সুযোগ দেন ছবিতে। আজ আমি যেখানে আছি ওনার জন্যই আছি।”
২০১২ সালের ‘ম্যাক্সিমাম’ ছবিতে সোনু সুদ এবং অমিত সাধকে একত্রে দেখা যায়। পরে ‘কাই পো চে’, ‘সরকার থ্রি’, ‘সুপার থার্টি’, ‘শকুন্তলা দেবী’ ইত্যাদির মতো ছবি করেন অভিনেতা। সম্প্রতি সোনু সুদ তাঁর বই ‘আই অ্যাম নো মেসিয়া’র প্রচারে একটি টুইট শেয়ার করলে সেই টুইটের জবাবেই অমিত সাধ ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে। লেখেন, “কারোর হয়তো জানা নেই যে সোনু ভাইই আমায় প্রথম সুযোগ দেন ছবিতে। আজ আমি যেখানে আছি ওনার জন্যই আছি। অনেকের মনে হতে পারে উনি হয়তো ইদানিং কল্যাণমূলক কাজ শুরু করেছেন। তবে উনি বহুদিন আগে থেকেই ভালো কাজ করে আসছেন। ধন্যবাদ সোনু ভাই।”
সোনু সুদ, অমিতের জবাবে লেখেন, “তুমি শাসন করার জন্যই জন্মেছো। তুমি নিজেই তোমার ভাগ্য লেখক। আমি তো অনুঘটক মাত্র। আরও অনেক কৃতিত্ব অর্জন করো জীবনে।” সোনুর জবাবে ধন্যবাদ জানিয়ে অমিত লেখেন, “আমি নিজের সেরা দিকটা তুলে ধরার চেষ্টা করব আর আপনাকে আরও বেশি গর্বিত করে তুলব। আপনার কথা আমার কাছে অনেক মূল্যবান। অনেক ধন্যবাদ।”