দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:শারীরিক অসুস্থতার কারণেই রাজনীতিতে আসছেন না রজনীকান্ত।নিজের শারীরিক অসুস্থতাকে ঈশ্বরের সতর্কবার্তা মনে করে আজ একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন থালাইভা।
উল্লেখ্য ২০১৭ সাল থেকেই রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।দীর্ঘদিন ধরে সেই জল্পনা জিইয়ে রাখার পর তিনি জানিয়েছিলেন ৩১ ডিসেম্বর নিজস্ব রাজনৈতিক দল সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবেন তিনি।কিন্তু আজ সমস্ত জল্পনায় জল ঢেলে অনুরাগীদের কাছে তিনি জানিয়ে দেন শুধুমাত্র এখন নয় অসুস্থতার কারণে তিনি কোনোদিনই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না।তবে পাশাপাশি তিনি জানিয়েছেন “রাজনীতিতে যোগ না দিয়েই আমি সাধারণ মানুষের পাশে থাকবো।”
আরো পড়ুন:হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন রজনীকান্ত
এরপরই অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি জানান কথা দিয়েও দল গঠন না করতে পারার যন্ত্রণা তিনি কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবেন না। এছাড়া তিনি জানান,তিনি কাওকে বোকা বানাতে পারবেন না। কারণ হিসাবে তিনি জানান এখন তাঁর যা শারীরিক অবস্থা তাতে এখন তাঁকে শুধুমাত্র সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করেই প্রচার চালাতে হবে। এতে তিনি রাজনীতিতে প্রত্যাশিত ফল পাবেন না বলে মনে করেন তিনি। এছাড়াও তিনি জানান তামিলনাড়ু আসন্ন বিধানসভা নির্বাচনে এইভাবে জয়লাভ করা সম্ভব নয়।এপ্রসঙ্গে তিনি বলেন “রাজনৈতিক অভিজ্ঞতা যাঁদের আছে, তাঁরা কেউ এই সত্য অস্বীকার করতে পারবেন না।”