দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:কৃতিত্ব না দিয়েই নিজের ছবিতে অন্যের লেখা পোস্ট করেছিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন।তবে লেখিকার নাম জানতে পেরেই কোনোরকম বিতর্ক শুরু হওয়ার আগেই তাঁকে কৃতিত্ব দিতে বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না বিগ বি।জনসমক্ষে চেয়ে নেন নিঃশর্ত ক্ষমাও।
আরো পড়ুন:বড়দিনে এক ভক্তকে বড়ো উপহার দিলেন সোনু সুদ
ঘটনার সূত্রপাত হয় দিন পাঁচেক আগে টুইটারে অমিতাভ বচ্চনের করা একটি পোস্ট কে কেন্দ্র করে।সেখানে চায়ের কাপ হাতে , গায়ে শাল জড়িয়ে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। আর সেই ছবির ক্যাপশনে একটি কবিতাও লিখেছিলেন তিনি। কিন্তু সেখানে নিজের অজান্তেই তিনি কৃতিত্ব দেননি কবির।


এরপরেই বর্ষীয়ান অভিনেতার শেয়ার করা কবিতাটির লেখিকা টিশা আগরওয়াল বিগ বি-র টুইট রিটুইট করে লেখেন,” স্যার, আপনার দেওয়ালে আমার কবিতার পংক্তি উঠে আসা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমার খুশি আর গৌরব দ্বিগুণ হত, যদি আপনি আমার নামটাও উল্লেখ করতেন। আপনার জবাবের আশায় রইলাম।”
এরপর টুইট দেখেই বচ্চনও আর দেরি করেননি নিজের অনুরাগীকে তাঁর প্রাপ্য কৃতিত্ব দিতে। টিশা আগরওয়ালকে ট্যাগ করে তিনি লিখেছেন, “টিশা দেবী, আমি এখনই জানতে পারলাম, আমার টুইটে ব্যবহার করা একটি কবিতা আপনার লেখা। আমি ক্ষমা চাইছি, বিষয়টা জানতাম না! কেউ আমাকে টুইটার বা হোয়াটস অ্যাপ-এ এটা পাঠিয়েছিল, ভালো লেগেছিল তাই পোস্ট করেছি। আমি ক্ষমা চাইছি।”
অভিনেতার টুইট পেয়েই আপ্লুত হয়ে রিটুইট করে টিশা লেখেন, “স্যার, আপনাকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার মুখে আমার নাম আসা আমার কাছে গৌরব , সৌভাগ্য, খুশি আর লেখনীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এটি শুধু কৃতিত্ব দেওয়া নয়, আপনার স্নেহের প্রকাশ, যা আমার কাছে গর্বের। আমার মত এক সাধারণ মাপের লেখিকার নাম আপনার কলমে আসার পর,আমার আর কিছু চাওয়ার নেই। আজীবন মনে রাখার মতো অনুভূতি।”