দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বিগ বস মানেই প্রতিযোগিদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। এরমধ্যে নতুন কিছু নেই। তবে মেরে নাক ফাটিয়ে দেওয়ার ঘটনা বোধহয় এই প্রথম।এবার বিগ বস ১৪-এর ঘরে “ড্রামা কুইন” রাখী সাওয়ান্তের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জ্যাসমিন ভাসিনের বিরুদ্ধে।
চলতি বছরে বিগ বসের অন্যতম আকর্ষণ নতুন প্রতিযোগীদের সঙ্গেই রাখির মতো পুরনো মরশুমের প্রতিযোগীদের একসাথে থাকা।আর গতকাল থেকেই চ্যানেলে দেখা যাচ্ছে একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে বিগ বসের ঘরে রান্না ঘরের দিকে আলি গনির সাথে তর্কে জড়িয়েছেন রাখি সাওয়ান্ত।তর্ক চলাকালীন রাখিকে বলতে শোনা যাচ্ছে “যেই কফির ব্যাপারে খারাপ কথা বলবে তার অ্যাক্সিডেন্ট হবে। ” এতেই আরও চটে যান আলি তিনি বলেন”কেউ কারোর অ্যাক্সিডেন্টের কামনা কি করে করতে পারেন!”
আরো পড়ুন:করোনা নেগেটিভ রকুলের, সুস্থ রয়েছেন অভিনেত্রী
এরপরেই রাখীর সাথে ঝামেলায় জড়াতে দেখা যায় প্রতিযোগি জাসমিন ভাসিনকে।রেগে গিয়ে জাসমিন একটি বড়ো ডামি জাতীয় মাস্ক রাখীর মাথায় চাপিয়ে দেন। এর পরই ডাইনিং টেবিলে মাথাও ঠুকতে ঠুকতে রাখি চিৎকার করে বিলাপ করতে থাকেন তাঁর নাক ভেঙে দিয়েছেন জাসমিন। মাইকও ছুড়ে ফেলে দেন তিনি।
এসব দেখে গোটা ঘটনাকে “নটাঙ্কি” আখ্যা দিয়ে জসমিন বলেন “আমি বলেছিলাম আমার সাথে পাঙ্গা না নিতে। “কালারস টিভির শেয়ার করা এই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।