দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : একের পর এক হ্যাজট্যাগ। সোশ্যাল মিডিয়া আন্দোলন। এসএসআর লভার্সদেরই রাজত্ব চলছিল সোশ্যাল মিডিয়ায়। হেটার্স থাকার কারণও নেই। তবে ‘ভাইজান’ ভক্ত তো রয়েছে। এবার সুশান্ত সিং রাজপুত ভক্তদের সঙ্গে সলমন খান ফ্যানদের বিরোধ বাঁধল সোশ্যাল মিডিয়ায়। একে অপরকে চ্যালেঞ্জ ছুঁড়লো প্রয়াত অভিনেতার জন্মদিনে। আগামী ২১ জানুয়ারী সুশান্তের জন্ম দিবসে নতুন হ্যাজট্যাগের আয়োজন করল সুশান্ত ভক্ত মহল। #hallabol4ssr হ্যাজট্যাগ চলবে সেইদিন।
সলমন ভক্তদের দাবি, সুশান্ত ফ্যানেরা সলমনের জন্মদিনকে নষ্ট করেছে বিভিন্ন কুমন্তব্যের মাধ্যমে। তাই তাঁরাও সুশান্তের জন্ম দিবসে প্রতিশোধ নেবে। বদলা নেবে সুশান্ত ফ্যানদের থেকে। এই বার্তাতেই লেগেছে বিবাদ। সুশান্ত ভক্তরাও পিছু পা হবে না। আয়োজন করা হল #hallabol4ssr। অভিনেতার জন্মদিনে ‘সোনচিড়িয়া’ ছবি দেখা হবে। পাশাপাশি থাকবে অভিনেতার বাকি সমস্ত ছবিও। সঙ্গে ৫ মিলিয়নের উপরে টুইট করতে হবে সুশান্ত ভক্তদের। এভাবেই চলবে দুপক্ষের লড়াই।
অভিনেতার মৃত্যুর পর নেপোটিজম তথা স্বজনপোষনের বিতর্ক উঠলেই সলমন সহ করণ জোহার, আলিয়া ভট্ট, মহেশ ভট্ট প্রমুখ তারকাদের সমালোচনা শুরু হয়। সলমনের ছবি বয়কটের সুরও চড়া হয়। সেই থেকেই শুরু এই দ্বন্দ্ব। এবার প্রয়াত অভিনেতা ও জীবিত অভিনেতার ভক্তদের মধ্যে ভার্চুয়াল লড়াই শুরু সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:নিজের বিকিনি ছবিকে ‘ভৈরবী’ মায়ের সঙ্গে তূলনা করে সমালোচনার ফাঁদে কঙ্গনা
সম্প্রতি সুশান্ত ভক্তেরা সিবিআই হেডকোয়ার্টারের সামনে ন্যায় বিচার চেয়ে আন্দোলন করে। পাশাপাশি কেন্দ্র সরকারকেও অনুরোধ করা হয় সুশান্তের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের জন্য। ছয়মাস হওয়ার পরও কোনও রিপোল্ট পেশ করা হয় নি কেন? প্রশ্ন ভক্ত মহলে।