দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :কৃষক পরিবারের জীবনের গল্প টিভির পর্দায় তুলে ধরতে এবার আসছে জি বাংলার নতুন ধারাবাহিক “রিমলি।” জি বাংলা বরাবরই দর্শকদের নতুন ধারার গল্প উপহার দিয়ে থাকে।আর সম্প্রতি চ্যানেলে চলতে থাকা আসন্ন ধারাবাহিকের প্রোমো দেখে অনুমান করা যেতেই পারে এই ধারাবাহিক অনান্য ছকে বাঁধা সাংসারিক কূটকচালির ধারাবাহিক থেকে একেবারে আলাদা হতে চলেছে। যা দর্শকদের কাছে সমাজের একটি কঠিন বাস্তব নিয়ে গল্প বলতে আসছে।
আরো পড়ুন:নতুন বছরে নতুন চমক কাজলের! এ কি জানালেন অভিনেত্রী?
একদিকে দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন। নিজেদের দাবি পূরণের উদ্দেশ্যে দিল্লির রাস্তায় কনকনে ঠান্ডার মধ্যেও অবস্থান বিক্ষোভে অনড় রয়েছেন হাজার হাজার কৃষক। এই পরিস্থিতিতে একের এক বৈঠক সত্ত্বেও মিলছে না কোনও সমাধান সূত্র।আর এসবের মধ্যেই টিভির পর্দায় কৃষক পরিবারের দুঃখ কষ্টের গল্প নিয়ে এসে নতুন বছরে নিঃসন্দেহে নতুন চমক দিল জি বাংলার আসন্ন মেগা সিরিয়াল “রিমলি।”


প্রোমোতে দেখা যাচ্ছে ধারাবাহিকের প্রধান চরিত্র প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এক কৃষক পরিবারের মেয়ে রিমলি। অত্যন্ত সাদামাটা পোষাকে প্রথমেই তাকে দেখা যাচ্ছে একটা কৌটোতে পান্তা, নুন, লঙ্কা এবং পেঁয়াজ গুছিয়ে রাখতে। নুন আনতে পান্তা ফোরানোর সংসারে পান্তা খাওয়ার মতো কয়েক ফোঁটা তেলও যেন তার কাছে মনে হয় বিলাসিতা। তাই প্রথমে তেলের বোতল হাতে নিয়ে পরে তুলে রেখে দেয় সে। এরপরেই পাড়ায় মেয়ে,বৌ-দের ডাকে তড়িঘড়ি গামছার মধ্যে পান্তার কৌটো বেঁধে, কোমরে কাস্তে গুঁজে নিয়ে খেতের কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রিমলি।


এরপরের দৃশ্যেই দেখা যাচ্ছে সবাই যখন একমনে ধান ঝাড়াই বাছাইয়ের কাজ করছেন তখন হঠাৎ করেই মহাজন এসে সবাইকে জানিয়ে দেন এবারেও মণ প্রতি ধানের দাম ২টাকা করে কম দেওয়া হবে। কারণ হিসাবে জানানো হয় বাজার খুব খারাপ। এরপরেই রিমলি প্রশ্ন ছুঁড়ে দেয় “সারাবছর মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলাই, তার ন্যায্য দাম কি আমরা কোনোদিনও পাবো না?”এভাবেই অ্যাক্রোপলিসের প্রযোজনায় কৃষকদের জীবনের ন্যায্য দাবি দাওয়ার গল্প নিয়ে আসছে জি বাংলার এই নতুন মেগা ধারাবাহিক।জানা গেছে, রিমলির কেন্দ্রীয় চরিত্রে থাকছে টুম্পা পাল। টুম্পা এর আগে স্টার জলসার ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছিলেন।