29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    শমন পেলেন মহেশ

    দ্য কলকাতা মিরর ব্যুরো : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার শমন  পেলেন বলিউড পরিচালক মহেশ ভাট৷ । গতকাল মুম্বই পুলিশের তরফে জেরার নোটিশ পাঠানো হয়েছে প্রবীণ পরিচালককে ৷ আজ অর্থাৎ সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷ সুশান্তের মৃত্যুর পর থেকেই বিতর্কের শিরোনামে রয়েছেন মহেশ ভাট ৷ তাঁর ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়েছিল, সুশান্ত সিং রাজপুতের মধ্যে পারভিন ববির ছায়া দেখতে পেয়েছিলেন পরিচালক৷ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন সুশান্তের মানসিক অবস্থা মোটেই ভালো ছিল না৷ মহেশ ভাট শিবির থেকে উঠে আসা এই মন্তব্য মোটেই ভালো ভাবে নেয়নি সুশান্ত অনুগামীরা ৷ সুশান্তের মৃত্যুর তদন্তে তাঁকে জেরা করা হোক বলে দাবি ওঠে ৷ মহেশ ভাট ছাড়াও বিতর্কের শিরোনামে ছিলেন পরিচালক করণ জোহরও৷ তাঁর ম্যানেজারকে জিঞ্জাসাবাদ করতে চায় পুলিশ ৷ প্রয়োজন হলে আগামিদিনে করণ জোহরকেও ডাকতে পারেন তদন্তকারীরা ৷

    এ পর্যন্ত ৩৭ জনের বয়ান পুলিশ রেকর্ড করেছে৷ সুশান্তের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই মুকেশ ছাবরা, সঞ্জনা সাহানি, রিয়া চক্রবর্তী, সঞ্জয় লীলা বনসালি, আদিত্য চোপড়া, সলমন খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেঠি-সহ অভিনেতার চিকিৎসক এবং পরিজনদের জেরা করেছে পুলিশ৷ সম্প্রতি অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও শমন পাঠায় পুলিশ ৷ ‘কুইন’ অভিনেত্রী শুরু থেকেই দাবি জানিয়ে আসছেন, এটা পরিকল্পনা করে খুন৷ বলিউডে চলতে থাকা নেপোটিজমকেই সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেন তিনি৷

    উল্লেখ্য, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ৷ ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার উল্লেখ থাকলেও সুশান্তের এই করুণ পরিণতি মেনে নিতে পারেননি কেউই৷ অভিনেতার মৃত্যুর কারণ হিসেবে বলিউডের কয়েকজন নামী সেলেবকে দায়ী করে গর্জে ওঠেন ইন্ডাস্ট্রিরই অনেকে৷ অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা৷

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...