দ্য কলকাতা মিরর ব্যুরো : ২০১৯ সালে ‘পালোয়ান’ ছবির মধ্য দিয়ে ইতিমধ্যেই কন্নড় ছবিতে নিজের অভিষেক ঘটিয়ে ফেলেছেন বলিউড অভিনেতা সুনিল শেট্টি। এবার পরিচালক এএমআর রমেশ বীরাপ্পন ওয়েব সিরিজে অভিনয়ের জন্য অভিনেতাকে প্রস্তাব দিলেন। এই ওয়েব সিরিজটি কন্নড়, হিন্দি ও অন্য ভাষায় তৈরি হবে বলে জানা গিয়েছে।ওয়েব সিরিজের কার্টেন–রেজার মুক্তি পেয়েছে ২৩ জুলাই, যা সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ওয়েব সিরিজটি জঙ্গলের কুখ্যাত ডাকাত বীরাপ্পনের ওপর তৈরি হয়েছে। এখানে বীরাপ্পনের জীবনী ও কীভাবে পুলিশ তাকে ২০০৪ সালে হত্যা করল তা দেখানো হবে। ১০টি পর্বে এই ওয়েব সিরিজটি চলবে। কিশোরকে এই বীরাপ্পনের চরিত্রে দেখা যাবে।
জানা গিয়েছে, এই ওয়েব সিরিজের নির্মাতা সুনীল শেট্টিকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
এই ওয়েব সিরিজে অভিনেতা রবি কালে, রাই লক্ষ্মী, বিজয়লক্ষ্মী, সুচন্দ্রা প্রসাদ সহ অন্যান্যদের ও দেখা যাবে। বিজয় শঙ্কর এই ওয়েব সিরিজে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। সরকারের সব বিধি মেনে এই মাসেই শুটিং শুরু করা হবে।