দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা,দেবশ্রী। আর এই অসম্ভব কে সম্ভব করে তোলার নেপথ্যে রয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ। অর্থাৎ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের হাত ধরে বাংলা সিনেমা জগতে তৈরি হতে চলেছে নতুন ইতিহাস।
জানা গেছে ইতিমধ্যেই ছবির তারকা ত্রয়ীর সাথে কথা হয়ে রয়েছে ছবির পরিচালক জুটির। তবে এই নতুন ছবির বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক জুটি। কোনো মন্তব্য করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা-দেবশ্রীও। তবে সূত্রের খবর খুব শীঘ্রই শুরু হবে এই ছবির কাজ।
আরো পড়ুন:‘সময় ও জায়গা আপনি বলুন, আমি নথি নিয়ে পৌঁছে যাচ্ছি’, ফের কঙ্গনা-উর্মিলার বার্তা লড়াই
উল্লেখ্য আজ থেকে ৫ বছর আগে ২০১৬ এই পরিচালক দ্বয়ের হাত ধরেই “প্রাক্তন” সিনেমায় কামব্যাক করেছিলেন প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি। দীর্ঘদিন পর পর্দায় পুরোনো জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এরপর আবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।
অপরদিকে ১৯৯২ সালে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ এবং দেবশ্রী। এরপর ১৯৯৫ সালে বিয়ের তিন বছরের মধ্যেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে তাঁদের মধ্যে নূন্যতম কথাবার্তাও ছিল না। তবে এবার রূপালী পর্দায় শিবপ্রসাদ নন্দিতার হাত ধরে নতুন ইতিহাস সৃষ্টি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।