দ্য কলকাতা মিরর ব্যুরো : সময়টা মোটেও ভালো যাচ্ছে না বি টাউনের, ফের শোকের ছায়া। না ফেরার দেশে জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর পারভেজ খান। মাত্র পঞ্চান্ন বছর বয়সেই চলে গেলেন অন্ধাধুন, বদলাপুর-সহ একাধিক সিনেমার জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সকালে আচমকাই বুকে ব্যথা শুরু হয় পারভেজ খানের। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে আগে থেকে পারভেজ খানের কোনও অসুস্থতা ছিল না। আচমকাই বুকে ব্যাথা শুরু হলে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরপরই মৃত্যু হয় তাঁর।
১৯৯২ সালে অক্ষয় কুমারের খিলাড়ি দিয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন পারভেজ খান। এরপর ১৯৯৩ সালে শাহরুখ খানের বাজিগর-এও দেখা যায় তাঁকে। এরপর ১৯৯৮ সালে ববি দেওলের ব্লক বাস্টার সিনেমা সোলজারে কাজ করেন পারভেজ খান। ২০০৪ সালে আব তক ছাপান্ন, ২০১২ সালে এজেন্ট বিনদ, বদলাপুর-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করার অভিঞ্জতা রয়েছে ঝুলিতে।
পারভেজ খানের মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া । হনশল মেহতা, রাজীব খন্ডেলওয়াল-সহ একাধিক পরিচালক,অভিনেতা অভিনেত্রী শোক প্রকাশ করেন পারভেজ খানের মৃত্যুর খবরে।হনসল মেহতা প্রথম খবরটি ট্যুইটারে শেয়ার করেন। প্রবীণ এই পরিচালক লেখেন, ‘এইমাত্র শুনলাম পারভেজ খান আর নেই। শহিদে আমরা একসঙ্গে কাজ করেছি। মাত্র একটা টেকেই পুরো দাঙ্গার দৃশ্য ও শ্যুটিং করেছিল। খুব দক্ষ, উদ্যোমী এবং ভালো মানুষ। তোমার গলার আওয়াজ এখনও আমার কানে বাজছে, শান্তিতে থেকো পারভেজ’।
বাড়িতে রেখে গেলেন স্ত্রী, ছেলে, পূত্রবধূ এবং নাতনি কে।