দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আপাতত আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত দেশদ্রোহিতার মামলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কঙ্গনা রানাওয়াত।উল্লেখ্য কঙ্গনা রানাওয়াত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে গত বছরের অক্টোবর মাসে দেশদ্রোহিতার অভিযোগ এনে এফ আই আর দায়ের করেছিল মুম্বাই পুলিশ।সেই মামলার রায়ে আজ বম্বে হাইকোর্ট জানিয়ে দেয় চলতি আগামী ২৫ তারিখ পর্যন্ত গ্রেফতার করা যাবে না কঙ্গনা রানাওয়াত ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে।এছাড়া এই সময়কাল পর্যন্ত জেরার জন্য তাঁদের নতুন কোনো সমনও জারি করতে পারবে না পুলিশ বলে জানিয়ে দিয়েছে আদালত।
আরো পড়ুন:নৈতিক পরাজয় কেন্দ্রের! আজ বা আগামী কাল কৃষি আইন নিয়ে রায় দেবে সুপ্রীম কোর্ট!
সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে বান্দ্রা আদালতের নির্দেশে মুম্বই পুলিশ এফআইআর দায়ের করেছিল।জানা গেছে ফিটনেস ট্রেনার মুনাওয়ার আলি সৈয়দের পিটিশনের ভিত্তিতে আদালত এই রায় দেওয়ার পর, সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে নভেম্বরে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা ও রঙ্গোলি।যদিও তার আগে তারা পুলিশের তিনটি সমন উপেক্ষা করেছিলেন।
উল্লেখ্য তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠায় গত বছরের নভেম্বর মাসেই বিস্ময় প্রকাশ করেছিল বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাঁরা আইনজীবীকে সরাসরি প্রশ্ন করেছিলেন, “কেউ যদি সরকারের সুরে সুর না মেলান তাহলেই কি সেটা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে?”পরে অবশ্য পুলিশের জারি করা সমনের সম্মান রক্ষা করতেই কঙ্গনা ও রঙ্গোলিকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত।
প্রসঙ্গত কঙ্গনা এবং রাঙ্গোলির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ, ১৫৩-এ, ২৯৫-এ এবং ৩৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করে মুম্বই পুলিশ।এরপর গত ৮ জানুয়ারি বান্দ্রা থানায় কঙ্গনা ও রঙ্গোলি চান্দেলের বয়ান রেকর্ড করা হয়।