দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক একেবারে সুপারহিট। অঙ্কুশ ঐন্দ্রিলাকে একসঙ্গে রূপোলি পর্দায় রোমান্স করতে দেখা না গেলেও অফস্ক্রিনে তাদের খুনসুটি বেশ জনপ্রিয়। এই প্রথমবার রিল লাইফের পর্দায় জুটি বাঁধতে চলেছেন রিয়েল লাইফের প্রেমে মশগুল এই জোড়া।রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তারা এখনো কেনো একসঙ্গে ছবি করেননি সেই প্রশ্নের উত্তর বহুবার বহুজনকে দিতে হয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলাকে। এবার যাবতীয় প্রশ্নের অবসান ঘটতে চলেছে সিনেপ্রেমীদের মনে। ম্যাজিক ছবিতে কাজ করবেন অঙ্কুশ ঐন্দ্রিলা। রাজা চন্দের পরিচালনায় ছবিতে অভিনয় করতে চলছেন রিয়েল লাইফ জুঁটি। বাস্তবের রসায়ন ফুঁটে উঠবে রিলের দুনিয়ায়।
এতদিন আলাদা ঘরানার বিনোদন জগতে কাজ করেছেন দুজনে। বাণিজ্যিক ছবিতে জনপ্রিয় নায়ক অঙ্কুশ। কিন্তু ঐন্দ্রিলা ছোট পর্দার অভিনেত্রী। ফাগুন বউ ধারাবাহিকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।মুক্তি পেয়েছে ছবির ফাস্ট লুক। ছবিতে থাকছেন পায়েল সরকার। অঙ্কুশের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার ও বিদীপ্তা চক্রবর্তী।পরিচালক জানিয়েছেন, ম্যাজিক ছবির জন্য সরল সাদাসিধে লুকের অভিনেত্রীর প্রয়োজন ছিল। ঐন্দ্রিলার মধ্যে তা খুঁজে পেয়েছেন পরিচালক। পরিস্থিতি ঠিকঠাক থাকলে ৬ অগাস্ট থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং।