দ্য কলকাতা মিরর ব্যুরো : ‘নায়ক নেহি খলনায়ক হু মেঁ’ জন্মদিনে অনুরাগীদের ফের এই লাইন মনে করালেন সঞ্জয় দত্ত। সামনে এল তাঁর আসন্ন ছবি কেজিএফ চ্যাপ্টার-টুয়ের তাঁর চরিত্র অধীরার ফার্স্ট লুক।গতকাল অর্থাৎ বুধবার ৬১ বছর পূর্ণ করলেন বলিউডের বেতাজ বাদশা। দিনের তারিখ বদল না হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নয়া এই লুক। এই পোস্টার জন্মদিনে সব থেকে বড় উপহার বলে টুইট করেছেন সঞ্জয়। ছবিতে নিজের ফার্স্ট লুক শেয়ার করে সঞ্জয় দত্ত ইনস্টাগ্রামে লিখলেন, এই ছবিতে কাজ করতে পারাটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যে এবং এর চেয়ে সেরা বার্থ ডে গিফট আমার জন্য আর কিছু হতে পারে না। ধন্যবাদ প্রশান্ত নীল এবং ছবির পুরো টিমকে এবং অবশ্যই সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাইব আমার ফ্যানেদের যারা আমাকে এত ভালোবাসেন এবং সমর্থন করেন’। পোস্টারে সঞ্জয় দত্তকে একদম চমকে দেওয়া লুকে দেখা যাচ্ছে। ‘অগ্নিপথ’-এ খলনায়ক কাঞ্চাচিনা-র চরিত্রে সঞ্জয়ের লুক যেমন আইকনিক হয়ে গিয়েছিল, এবারে কেজিএফ-২ তেও তাঁকে একদম অন্যরকম লাগছে। তাঁর লুকটি ২০১৩ সালে টিভি সিরিজ ভাইকিংয়ের চরিত্রদের মতো করে ছাঁটা চুল, সঙ্গে মাথা ও মুখে ট্যাটু, কানে দুল, হাতে ধরে রয়েছেন তরোয়ারি-এক কথায় যোদ্ধার বেশে হাজির হলেন সঞ্জয় দত্ত। পরিচালক প্রশান্ত নীলের ব্লকবাস্টার ছবি কেজিএফ চ্যাপ্টার ওয়ানের এই সিক্যুয়েলে আগের ভাগের মতোই লিড রোলে রাজা কৃষ্ণপ্পা বয়্যারইয়া তথা রকির ভূমিকায় থাকছেন কন্নড় তারকা যশ। অনস্ক্রিনে রকি বনাম অধীরার জমজমাট লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা।হিন্দি, কন্নড়,তামিল,তেলেগু ও মালায়লাম ভাষায় চলতি বছর ২৩ অক্টোবর নিদিষ্ট দিনে ছবির মুক্তি নিয়ে সংশয়ের কালো মেঘ অবশ্য কাটেনি এখনো