দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সুশান্তের পরিবারের বিহার পুলিশে অভিযোগ দায়ের করার পর ক্রমেই জট কাটছে সুশান্ত মৃত্যু রহস্যের। তদন্ত স্বার্থে বিহার পুলিশের পদস্থ অধিকারিকরা এখন মুম্বইয়ের, কথা বলছেন সুশান্তের কাছের বন্ধু ও বাড়ির পরিচালকদের সাথে। এর মাঝেই
প্রথমবার মুখ খুললেন সুশান্তের কাছের বান্ধবী রিয়া চক্রবর্তী। গত ২৬ জুলাই সুশান্ত সিং রাজপুতের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী ও পাঁচজনের বিরুদ্ধে বিহারে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। তিনি রিয়ার বিরুদ্ধে টাকা হাতানো, চুরি, ব্ল্যাকমেল, মানসিক অত্যাচার সহ একাধিক কারণের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।এবার এই নিয়ে এবার মুখ খুললেন রিয়া।
সুশান্তের মৃত্যুর ঘটনাতে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। সুশান্তের বাবা নিজের প্রভাব কাজে লাগিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এমনি অভিযোগ শীর্ষ আদালতে দায়ের করলেন রিয়া। এছাড়া পাটনা থেকে সুশান্তের মৃত্যুর তদন্ত যাতে মুম্বইতে স্থানান্তরিত করা হয়, সে বিষয়ে শীর্ষ আদালতে আবেদন করেছে রিয়া। আর এই আবেদনের পর সুপ্রিম কোর্টে পাল্টা ক্যাভিয়েট দাখিল করেছে সুশান্তের পরিবার। রিয়ার দাবি
সুশান্তের সঙ্গে এক বছর সহবাস করেছিলেন তিনি। জুন মাসের ৮ তারিখেই সুশান্তের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। তাই তাঁর মৃত্যুর সঙ্গে কোনও সংযোগই নেই বলে দাবি অভিনেত্রীর। এছাড়াও লেখেন, সুশান্তের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তার উপর ধর্ষণ এবং খুনের হুমকিতে তিনি আরও ভেঙে পড়েছেন। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসভ্যতামি চলছে।
এর পাশাপাশি কাছের বন্ধু মহেশ শেঠি বিহার পুলিসকে জানিয়েছেন, সুশান্তকে তিনি পরামর্শ দিয়েছিলেন, তিনি যেন তাঁর বাড়ির সঙ্গে কথা বলেন। তবে সুশান্ত উত্তরে মহেশকে জানিয়েছিলেন, রিয়া তাঁকে কথা বলতে দিচ্ছে না। মহেশ বিহার পুলিসকে জানিয়েছেন, রিয়া সবসময় সুশান্তের ফোন চেক করত। আর রিয়া তাঁর মা সন্ধ্যা চক্রবর্তীর সঙ্গে মিলে সুশান্তের গোটা টিম বদলে দিয়েছিল। আর সুশান্ত এতে একেবারেই খুশি হয়নি। রিয়া সুশান্তকে তাঁর দিদিদের সঙ্গেও কথা বলতে দেননি বলে জানিয়েছেন মহেশ শেঠি।