দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এক বছরে একসাথে অনেক গুলো হিট ছবি। কথা হচ্ছে অক্ষয় কুমারের। রাখিবন্ধন উপলক্ষে একটি নতুন ছবি ঘোষণা করে ফেললেন তিনি। তাঁর নতুন ছবির নাম ‘রক্ষা বন্ধন’। ছবিটি পরিচালনা করবেন আনন্দ এল রাই। অক্ষয় ছবির পোস্টার শেয়ার করেছেন। আগামী বছর ৫ নভেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা উল্লেখ করেছেন।
অক্ষয়ের নতুন ছবির বিষয়ে তিনি টুইটারে লিখেছেন, “এত তাড়াতাড়ি আমার কেরিয়ারে কোনও ছবি আমি সাইন করিনি। তবে এই ছবির গল্প এতটাই মনের কাছের যে, সঙ্গে সঙ্গে একটা ছাপ ফেলে দেয়।’’ পাশাপাশি তিনি এটাও জানান যে, এই ছবি তার বোন অলকার উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ছবির প্রযোজক ও নিবেদক হিসেবে আনন্দের সাথে অলকাও থাকবে।
অক্ষয়ের ব্যাস্ততার শেষ নেই। ইতিমধ্যেই ‘বেল বটম’-এর শুটের জন্য এ মাসেই তাঁর লন্ডন যাওয়ার কথা। এর পর অক্টোবর নাগাদ তিনি আনন্দের পরিচালনায় শুরু করবেন ‘অতরঙ্গি রে’। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সারা আলি খান এবং ধনুষও।