দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। গত বৃহস্পতিবারেই টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাধের অনুষ্ঠান পর্ব মিটেছে। সাধ ভঙ্গনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।নতুন অতিথির জন্য আর অপেক্ষা করতে পারছেন না রাজ-শুভশ্রী।
দীর্ঘদিন পর বাড়ির বাইরে বের হলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী। আর সেই ছবিই রাজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনেও লিখেছেন ‘বেবিস ডে আউট’। পরণে হলুদ রঙের শর্ট ড্রেসে নজর কেড়েছেন শুভশ্রী। পোশাকের উপর দিয়ে স্পষ্ট তার বেবিবাম্প। সমস্ত বিধিনিষেধ মেনে মুখে মাস্ক পরে ছবিতে পোজ দিয়েছেন তিনি।
করোনার প্রকপে রাজ লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে থাকলেও মন খারাপে দিন কাটছে না তার। মত্ত রয়েছেন নিজের পরিবারে।নতুন অতিথির জন্যই মাদার টু বি- শুভশ্রীর দেখভালে মত্ত গোটা পরিবার। লকডাউনে সারাক্ষণই শুভশ্রীর পাশে রয়েছেন রাজ। এককথায় বলতে গেলে পরিবারের সকলের কড়া নজরে রয়েছেন শুভশ্রী।
রাজ এই বিষয়ে বলেছেন, তিনি চান হবু সন্তান যেন শুভশ্রীর মতোই দেখতে হয় এবং শান্ত, ধৈর্য্যশীল হয়।