দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: 2017 সাথে ইতালির তস্কানিতে চুপিসারে বিয়ে সেরে তাক লাগিয়েছিলেন এই সেলেব জুটি। কথা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার। তিন বছর হতে চলছে তাদের বিয়ের। এখনও কেন কোনো ফ্যামিলি প্ল্যানিং নেই, সেই প্রশ্নেই জর্জরিত বিরুষ্কা। ২০১৮ সালের শেষ দিক থেকেই এই প্রশ্ন তাদের দিকে ছুঁড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি বাবা হয়েছেন হার্দিক পান্ডিয়া। আর তারপর থেকেই যেন বিরাট ও অনুষ্কার উপর বেড়েছে এই প্রশ্নের চাপ। “আপনাদের থেকে কবে সুখবর পাচ্ছি” এখন এই প্রশ্নে নাজেহাল তাঁরা।
আর সেই নিয়েই কড়া জবাব দিলেন অনুষ্কা শর্মা।
সম্প্রতি ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং প্রশ্ন উত্তর রাউন্ড শুরু করেছিলেন অনুষ্কা। সেখানেই নানা রকমের প্রশ্ন আসতে থাকে বিরুষ্কাকে নিয়ে। যেমন তাঁর কেরিয়ার, তাঁর পছন্দের খাবার, নেগেটিভিটি থেকে কিভাবে দূরে থাকেন, বিরাটের কোন কোন বিষয়ে বিরক্তি আসে, লকডাউনে কিভাবে একসাথে সময় কাটাচ্ছেন তাঁরা, এসব।
এই প্রশ্ন গুলোর মাঝেই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে এক নেটিজেন প্রশ্ন করে বসেন, ” আপনার আশপাশে যারা থাকেন তারা কেউ আপনাকে মা হওয়া নিয়ে প্রশ্ন করেন?”
এই উত্তরে কড়া জবাব দিয়ে অনুষ্কা লেখেন, ” না। কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতেই আমাকে এই প্রশ্ন করা হয়।”
তার পাশাপাশি তিনি একথাও বলেছেন যে, তাঁদের ঘনিষ্ঠ মহল থেকে এই অবিবেচক প্রশ্নটি করা হয় না। এই প্রশ্ন বিভিন্নরকম ভাবে আসে সোশ্যাল মিডিয়া থেকেই। আর সাইবার দুনিয়াতেই এটা সমালোচনার বিষয়।