দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সাহসী অভিনেত্রী হিসেবে প্রথম তালিকাতেই আসে রাধিকা আপ্তের নাম। বি-টাউনে প্রথম সারির অভিনেত্রীর তালিকায় নিঃসন্দেহে রয়েছে তাঁর নাম। ডি- গ্ল্যাম লুকেও বিশেষ জনপ্রিয় তিনি। বরাবরই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে ভালবাসেন। ডি-গ্ল্যাম লুকের বাইরে, যেকোনো সাধারণ চরিত্রেও বেশ সাবলীল এই অভিনেত্রী। একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তার অভিনীত “প্যাডম্যান” এবং “আন্ধাধুন” ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছে।
বলিউডের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও পৌছে গেছেন। শুধুমাত্র সিনেমাতেই সীমাবদ্ধ নেই তিনি, ওয়েব সিরিজের জগতেও বেশ পরিচিত মুখ। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে রাধিকার “রাত আকেলি হ্যায়”। বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিনের সাথে তার অভিনয় বিশেষ প্রশংসনীয়।
লকডাউনের মধ্য অভিনেত্রীদের পুরোনো সাক্ষাৎকার, থ্রো-ব্যাক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তেমনই রাধিকারও একটি পুরোনো প্রতিবেদন ভাইরাল হয়েছে। যেখানে নেটফ্লিক্সের জনপ্রিয় সাহসী অভিনেত্রী শুটিং সেটেই চড় মেরেছিলেন। প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এক তামিল অভিনেতা রাধিকার সঙ্গে শ্যুটিং সেটে খারাপ ব্যবহার করেছিল। বিপরীতে তাকে প্রকাশ্যেই চড় মেরেছিলেন রাধিকা। নিজের জীবনের উপর কারোর কোনও অধিকার নেই, তা তিনি বুঝিয়ে দিয়েছেন।