দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিদিনই উঠে আসে হাজার হাজার অসহায় মানুষের আর্তনাদ। যা নজর এড়ায় না অভিনেতার। একের পর এক তারকারা সাহায্যের হাত বাড়িয়েছেন সাধারণের পাশে দাঁড়াতে। তবে ,সকলকে ছাপিয়ে নিজের সর্বস্য দিয়ে মানুষকে বিপদের মুখ থেকে ফিরিয়ে নতুন জীবন দিয়েছেন সোনু সুদ। অসহায়ের একমাত্র সহায় তিনি।


জলপাইগুড়ির এক অসহায় মহিলার পাশে দাড়ালেন সোনু সুদ। কিছু দিন আগেই স্বামীকে হারিয়েছেন সেই মহিলা। লকডাউনে কাজ নেই। ছোট সন্তানকে নিয়ে কোনও মতে দিন কাটছে তাঁর। এরই মধ্যে আবার বন্যা জলপাইগুড়িতে। তার জেরে এবার ভেসে গিয়েছে বাসস্থানও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোষ্ট হতেই নজর পরেছে তাঁর।
টুইটারে সেই ভিডিও শেয়ার করে, পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন অভিনেতা। মহিলাকে বাড়ি তৈরি করে দেওয়ার কথা বললেন তিনি। এধরণের মানবিক উদ্যোগ প্রথমবার নয়। আগেও এমন অনেক ধরনের উদ্যোগ নিয়েছিলেন। এবার বন্যায় ভেসে যাওয়া দুস্থ পরিবারকে আশ্রয় করে দেওয়ার কথা জানিয়ে পুনরায় মন জয় করলেন সোনু।