30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    অত্যাধিক বিদ্যুৎ বিলের ক্ষপ্পরে আশা ভোসলে সহ আরও অনেক তারকা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশে করোনার প্রকপ ক্রমশ বাড়ছে। আর তারমধ্যেই লকডাউন চলাকালীন ইচ্ছামতো বিল বানিয়ে গ্রাহকের কাছে পাঠাচ্ছে বিদ্যুৎ অফিস। ভুক্তোভোগীদের তালিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে রয়েছেন সেলিব্রেটিরাও ।এবার বিদ্যুৎ বিল দেখে চমকে গেলেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে সহ আরও কিছু সেলিব্রিটি।

    সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আশা ভোসলের লোনাভোলার বাংলোর বিদ্যুতের বিল এসেছে ২ লাখ ৮ হাজার ৮৭০ টাকা। বিলে এত পরিমাণ অঙ্ক দেখে প্রথমে চমকে উঠলেও পরে রেগে যান তিনি । যেজন্য মহারাষ্ট্র বিদ্যুৎ সংস্থা মহাডিস্কমের কাছে অভিযোগ জানান। অভিযোগে আশা ভোসলে প্রশ্ন করেন, যে বাড়িতে এর আগের দুই মাসে যথাক্রমে ৮ হাজার ৮৫৫ টাকা এবং ৮ হাজার ৯৯৬ টাকা বিল এসেছে সেখানে পরের মাসে বিল ২ লাখ ছাড়িয়ে গেল কীভাবে? এক মাসেই ২৩ গুণ বেশি বিল কিভাবে সম্ভব। 

    কেবল আশা ভোসলেই নন, এমন অত্যাধিক বিলের সম্মুখীন হয়েছেন বলিউড তারকা আরশাদ ওয়ারসি, তাপসী পান্নু, দিব্যা দত্ত সহ অনেকে।

    কয়েকদিন আগে অন্য সব মাসের তুলনায় সাতগুণ বেশি বিদ্যুৎ বিল দেখে ভড়কে গিয়েছিলেন ভারতীয় স্পিনার হরভজন সিং। 

    তার পাশাপাশি চলতি মাসের বিদ্যুতের বিল স্বাভাবিক সময়ের তুলনায় সাত গুণ বেশি এসেছে বলে জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট তারকা হরভজন সিং। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি টুইট করেন, ‘পুরো মহল্লার বিল আমাকে পাঠিয়েছ নাকি! অন্যবারের চেয়ে সাত গুণ বেশি।’

    মুন্নাভাই এমবিবিএসের সার্কিটখ্যাত তারকা আরশাদ ওয়ারসির বাড়ির বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ৩ হাজার টাকা। এ বিষয়ে রসিকতা করে টুইটারে আরশাদ লেখেন, ‘দয়া করে আমার পেইন্টিং আপনারা কিনুন, আমাকে ইলেকট্রিক বিল দিতে হবে, পরের বিলের জন্য অবশ্য আমি কিডনিটা তুলে রেখেছি।’

    তবে আশা ভোসলের অভিযোগের পর মহাডিস্কম কর্তৃপক্ষ বলেছে, আশার লোনাভোলা বাংলোর মিটারের রিডিং অনুযায়ীই বিল পাঠানো হয়েছে। তবে বিষয়টি তারা ফের খতিয়ে দেখবেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...