দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ব্যাস্ততার শেষ নেই অক্ষয়ের। সব বড় তারকাদের মতো বছরে একটা সিনেমায় সীমাবদ্ধ থাকেন না তিনি। আর তাই এই করোনার মধ্যেও ঘোষণা করে ফেললেন নতুন ছবির কথা। তার সাথে এটাও জানালেন ২০২১-এর শেষ পর্যন্ত তাঁর হাতে মোট সাতটি ছবি। তাই আর বসে থাকলে হবে না, কাজে ফিরতে হবে। আর তাই নিয়েই বিশেষ উৎসাহী অক্ষয় কুমার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ভয় নিশ্চয়ই পেয়েছি। কিন্তু সেটা নিয়ে আর ক’দিন বাঁচব? প্রথম দিকে ভাইরাসটি সম্পর্কে তেমন কিছু জানা ছিল না। তাই ভয়ও ছিল বেশি। এখন কিছুটা হলেও একটা ধারণা হয়েছে। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল, তাঁরা এর সঙ্গে যুঝতেও পারছেন। তাই সব রকম সুরক্ষা নিয়ে আবার নামবো শুটিং ফ্লোরে। আমার এই সিদ্ধান্তে আমার পরিবারও সাথে আছে।”
এমনিতেই লকডাউনে বেকারত্বের শিকার হয়েছেন বহু মানুষ। আর সেই প্রসঙ্গকে কেন্দ্র করে অক্ষয় বললেন, “এখনও যদি কাজে না ফিরি তো কবে ফিরব? প্রতিষেধকের আশায় বসে থাকলে বেকারত্বের হার আরও বাড়বে। এমনিতেই শুটিং শুরু হওয়ার কথা ছিল অনেক আগেই। তা এই করোনা আবহে পিছিয়েছে।” পরিশ্রমী এই অভিনেতাকে কতদিনই বা চারদেওয়ালে আটকে রাখা সম্ভব।